অভিনেত্রী তানজিন তিশা ‘থ্রি ইডিয়টস’খ্যাত বলিউড তারকা শারমান যোশির সঙ্গে টালিউড সিনেমা ‘ভালোবাসার মরসুম’-এ অভিনয় করার কথা ছিল। পরিচালক এম এন রাজের সিনেমাটিতে তিশাকে ‘হিয়া’ চরিত্রে দেখা যাওয়ার কথা থাকলেও, ভিসা সংক্রান্ত জটিলতার কারণে শুটিংয়ে অংশ নিতে পারেননি তিনি।
এটি জানিয়ে প্রযোজনা সংস্থার একটি সূত্র জানিয়েছে, শেষ মুহূর্তে তিশাকে বাদ দিয়ে নতুন নায়িকা চূড়ান্ত করা হয়েছে। খবর রয়েছে, সিনেমায় খায়রুল বাশার এবং কলকাতার সুস্মিতা চট্টোপাধ্যায়কেও দেখা যাবে। সুস্মিতা বর্তমানে পরিচালক সৃজিত মুখার্জির ‘বান্ধবী’ হিসেবে পরিচিত।
‘ভালোবাসার মরসুম’ মূলত একটি রোমান্টিক গল্পের মাধ্যমে কলেজ প্রেমের মিষ্টি মুহূর্তগুলো ফুটিয়ে তুলবে। সিনেমায় শারমান যোশি একজন অধ্যাপকের চরিত্রে অভিনয় করবেন, আর তার ছাত্রী চরিত্রে অভিনয়কারী নায়িকার নাম এখনও প্রকাশ করা হয়নি।
তালিউডে পদার্পণ করতে না পারলেও, তিশা দেশে মেগাস্টার শাকিব খানের বিপরীতে ‘সেলজার’ সিনেমার মাধ্যমে বড় পর্দায় অভিষেক করতে যাচ্ছেন। ঢালিউডের এই নতুন জুটির কেমিস্ট্রি রুপালি পর্দায় দর্শকের জন্য এক নতুন আকর্ষণ হয়ে উঠবে।