Thursday 09 Oct 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

লোকাল গল্পে বড় চমক! আসছে — ‘দেলুপি’

এন্টারটেইনমেন্ট ডেস্ক
৯ অক্টোবর ২০২৫ ১৬:৩০

রাজশাহীর আঞ্চলিক ভাষা আর স্থানীয় অ-অভিনেতাদের দিয়ে ‘শাটিকাপ’ আর ‘সিনপাট’ সিরিজ বানিয়ে তুমুল প্রশংসিত হয়েছিলেন নির্মাতা মোহাম্মদ তাওকীর ইসলাম। ওটিটির দর্শক তখনই বুঝে নিয়েছিল — এই নির্মাতা অন্যরকম!

এবার তিনি আরও একধাপ এগিয়ে এলেন— একই ধারা, একই বাস্তবতার গল্প — কিন্তু এবার বড়পর্দায়! নতুন ছবির নাম — ‘দেলুপি’। প্রযোজনা করেছে ফুটপ্রিন্ট ফিল্ম প্রোডাকশন। (৯ অক্টোবর) প্রযোজনা প্রতিষ্ঠানের সোশ্যাল হ্যান্ডেলে ঘোষণা দেওয়া হয়েছে এই সিনেমার নাম।

নির্মাতা সারাবাংলাকে জানালেন — ‘দেলুপি’ নামটি এসেছে খুলনার পাইকগাছা উপজেলার দেলুপি ইউনিয়ন থেকে। সেই অঞ্চলের মানুষের জীবন, বাস্তবতা, আর সম্পর্কের গল্পই এই সিনেমার অনুপ্রেরণা।

বিজ্ঞাপন

তাওকীর বলেন, “আমি সবসময়ই বাস্তব মানুষের গল্প বলতে চেয়েছি।‘দেলুপি’ সেই চেষ্টারই আরেক ধাপ। প্রতিটি চরিত্র, প্রতিটি ফ্রেম — আসলে মানুষ ও তাদের জীবনের অংশ।”

এই সিনেমার সবচেয়ে বড় শক্তি – স্থানীয় শিল্পী, স্থানীয় ভাষা, স্থানীয় পরিবেশ। সব মিলিয়ে একেবারে সত্যিকারের অনুভূতির সিনেমা।

২০২২ সালে রাজশাহী কেন্দ্রিক সিরিজ ‘শাটিকাপ’ দিয়ে আলোচনায় আসেন তাওকীর। পরে ২০২৪ সালে ‘সিনপাট’ তাকে পৌঁছে দেয় নতুন উচ্চতায়। এবার সেই নির্মাতা ‘দেলুপি’ নিয়ে হাজির হচ্ছেন প্রেক্ষাগৃহে — যা হবে তার প্রথম পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র।

গল্পে থাকবে বাস্তবতার ছোঁয়া, মানুষের জীবন, হাসি, কান্না আর সবচেয়ে বড় কথা — হৃদয়ের সত্যতা।

লোকাল বাস্তবতার গল্প এবার ছুঁয়ে যাবে সারাদেশের মন — দেলুপি আসছে… সত্যিকার মানুষের গল্প নিয়ে। এরইমধ্যে সিনেমাটির সম্পূর্ণ শুটিং শেষ হয়েছে, তবে কবে প্রেক্ষাগৃহে আসবে, সে ঘোষনা এখনোও না আসলেও এই গল্প যে মানুষের হৃদয় ছুঁয়ে যাবে তাতে কোন সন্দেহ নেই।

সারাবাংলা/এসজে/এএসজি

দেলুপি

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর