Monday 24 Nov 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

হুমায়ূন আহমেদের বসন্ত ও স্মৃতি নিয়ে শাওনের ভাবনা

ফারহানা নীলা স্টাফ করেসপন্ডেন্ট
৯ অক্টোবর ২০২৫ ১৭:০৯

বসন্ত আসলেই চলে যায় কি? নায়িকা মেহের আফরোজ শাওন সম্প্রতি তার ভেরিফায়েড ফেসবুক পেজে হুমায়ূন আহমেদের একটি উক্তি শেয়ার করেছেন, যা এই প্রশ্নকে এক নতুন দৃষ্টিকোণ দিয়েছে।

তিনি লিখেছেন, ‘কিছুই তো হারিয়ে যায় না। এক বসন্তের বিদায়ের পর আরেকটি এসে দাঁড়ায়। স্বপ্নও ঠিক তেমনই, হারিয়ে যায়, আবার ফিরে আসে নতুন রূপে।’ উক্তির সঙ্গে একটি হুমায়ূন আহমেদের ছবি দিয়েই শাওন পাঠক এবং ভক্তদের মনে বসন্তের নরম আবহ তৈরি করেছেন।

এই পোস্টে মেহের আফরোজ শাওন যেন মনে করিয়ে দিয়েছেন, জীবনও এক প্রকারের বসন্তের মতো। ভালো দিন যেমন আসে, তেমনি বিদায়ও নেয়, কিন্তু স্মৃতি এবং স্বপ্ন থাকে, নতুন রূপে ফিরে আসে। শাওনের এই অনুভূতিপ্রবণ শেয়ার ভক্তদের মধ্যে এক নস্টালজিক এবং অনুপ্রেরণামূলক আলো তৈরি করেছে।

বিজ্ঞাপন

ফেসবুকে পোস্টের কমেন্ট বক্সে ভক্তরা উক্তির সঙ্গে নিজেদের জীবনের গল্প শেয়ার করছেন। কেউ লিখেছেন, ‘বসন্ত চলে যায়, তবে তার খুশির স্মৃতি হৃদয়ে থেকে যায়।’ আবার কেউ বলেছেন, ‘এই কথাগুলো ঠিকই বলে; হারানো স্বপ্নও একদিন নতুন রূপে ফিরে আসে।’ শাওনের সংবেদনশীল শেয়ার আজকের ব্যস্ত জীবনে মানুষকে সামান্য হলেও মন ভালো করার বার্তা পৌঁছে দিয়েছে।

মেহের আফরোজ শাওনের একটি সহজ সামাজিক মিডিয়ার পোস্টও জীবনের বড় সত্যকে তুলে ধরতে পারে। বসন্ত চলে গেলেও, জীবন থেমে থাকে না। প্রতিটি বিদায়ের পরে আসে নতুন সম্ভাবনার সকাল, আর সেই নতুন সকাল আমাদের স্বপ্নকে নতুন রঙে রাঙিয়ে দেয়।

সারাবাংলা/এফএন/এএসজি
বিজ্ঞাপন

আরো

ফারহানা নীলা - আরো পড়ুন
সম্পর্কিত খবর