Thursday 22 Jan 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

আন্তর্জাতিক কন্যাশিশু দিবসে দুরন্ত টিভিতে ‘স্বপ্ন গড়ি সাহসে লড়ি’

এন্টারটেইনমেন্ট ডেস্ক
৯ অক্টোবর ২০২৫ ১৯:০৪

আন্তর্জাতিক কন্যাশিশু দিবস-এর বিশেষ অনুষ্ঠান ‘স্বপ্ন গড়ি সাহসে লড়ি’। এ অনুষ্ঠানে অতিথিদের গল্প-কথায় উঠে আসবে কন্যাশিশুদের স্বপ্ন, সাহস, নেতৃত্বদানের ক্ষমতা, কথা হবে সমাজে কন্যাশিশুরা কীভাবে সকল বাঁধা অতিক্রম করে সফলতা অর্জন করবে, কীভাবে মেয়েরা বিভিন্ন ক্ষেত্রে নেতৃত্ব দিচ্ছে ও মানুষের কল্যাণে কাজ করছে। এছাড়াও অংশগ্রহণকারীরা নিজেদের ছোট ছোট গল্প বা অভিজ্ঞতাও শেয়ার করবেন।

অনুষ্ঠানটিতে অতিথি হিসেবে এসেছেন বাংলাদেশ সুপ্রিমকোর্টের আইনজীবী, ব্যারিস্টার নিহাদ কবীর, কন্যশিশু পৃথিয়া ও তায়্যেবা।

অনুষ্ঠানটিতে অতিথি হিসেবে এসেছেন বাংলাদেশ সুপ্রিমকোর্টের আইনজীবী, ব্যারিস্টার নিহাদ কবীর

অনুষ্ঠানটিতে অতিথি হিসেবে এসেছেন বাংলাদেশ সুপ্রিমকোর্টের আইনজীবী, ব্যারিস্টার নিহাদ কবীর

দুরন্ত টিভি এবং মানুষের জন্য ফাউন্ডেশনের যৌথ আয়োজনে ‘স্বপ্ন গড়ি সাহসে লড়ি’ অনুষ্ঠানটি পরিচালনা করেছেন শাহাদাৎ সেতু। দুরন্ত টিভিতে অনুষ্ঠানটি প্রচারিত হবে শনিবার (১১ অক্টোবর) সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে এবং পুনঃপ্রচার হবে পরদিন (১২ অক্টোবর) সকাল ১১টা ৩০ মিনিটে।

বিজ্ঞাপন