Saturday 11 Oct 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

শাকিব খানের ‘সোলজার’ লুক ভাইরাল

ফারহানা নীলা
১১ অক্টোবর ২০২৫ ১৩:৪৭

বাংলাদেশের চলচ্চিত্র অঙ্গনে ‘মেগাস্টার’ নামটি উচ্চারণ করলেই প্রথমে যে মুখটি ভেসে ওঠে, তিনি শাকিব খান। পর্দায় নায়কের চরিত্রে তার যাত্রা দুই দশকেরও বেশি সময় ধরে চলমান, কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে তিনি যেন নিজেকে নতুনভাবে নির্মাণ করে চলেছেন। সম্প্রতি তার অফিসিয়াল ফেসবুক পেজে প্রকাশিত একটি পোস্ট সেই ধারাবাহিকতাকেই আরও দৃঢ়ভাবে সামনে এনেছে।

পোস্টটিতে শাকিব লিখেছেন, ‘Your Soldier At Your Service!’ এর সঙ্গে যুক্ত করেছেন হ্যাশট্যাগ — #ShakibKhan #soldier #shakeebfahad।

পোস্টের সঙ্গে প্রকাশিত ছবিটিতে দেখা যায়, আয়নার সামনে দাঁড়িয়ে আছেন শাকিব খান—গম্ভীর চোখ, ভেজা মুখ, আর মুখে ঘন গোঁফ। ছবিটির রঙে আছে ধূসর টোন, যা চরিত্রের কঠোরতা ও তীব্রতাকে আরও বাড়িয়ে তুলেছে। নিচে বড় অক্ষরে লেখা ‘SOLDIER’, যার মধ্যে একটি দাবার গুটি যুক্ত করা হয়েছে—যেন ইঙ্গিত দিচ্ছে কৌশল, সংগ্রাম ও মানসিক দৃঢ়তার প্রতীকী চিত্র।

বিজ্ঞাপন

‘সোলজার’ নামটি থেকেই বোঝা যায়—এটি কেবল আরেকটি বাণিজ্যিক সিনেমা নয়; বরং শাকিব খানের ক্যারিয়ারে এক নতুন মোড় হতে পারে। বছরের পর বছর রোমান্টিক হিরো হিসেবে জনপ্রিয়তার শিখরে থাকলেও, সাম্প্রতিক সময়ে তিনি নিজের চরিত্রে গভীরতা ও বাস্তবতার ছোঁয়া আনতে চেষ্টা করছেন। ‘সোলজার’-এর এই লুক তার সেই রূপান্তরেরই প্রমাণ।

পোস্টটি প্রকাশের পর মুহূর্তেই সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। হাজারো কমেন্ট ও শেয়ারে ভরে যায় তার টাইমলাইন। কেউ লিখছেন, ‘King is back in action!’—আবার কেউ বলছেন, ‘এই শাকিবের চোখেই আমরা সিনেমা হলে ফিরব।’
ভক্তদের প্রত্যাশা এখন একটাই—’সোলজার’ যেন সত্যিই সেই সিনেমা হয়, যা দীর্ঘদিনের বিরতি ভেঙে ঢাকাই সিনেমায় নতুন প্রাণ ফিরিয়ে আনে।

বাংলাদেশি চলচ্চিত্র এখন রূপান্তরের পথে। নতুন প্রজন্মের নির্মাতারা যেমন গল্পে পরীক্ষা-নিরীক্ষা করছেন, তেমনি দর্শকরাও খুঁজছেন শক্তিশালী গল্প ও চরিত্র। এই সময়েই যদি শাকিব খান ‘সোলজার’-এর মতো চরিত্রে হাজির হন, তাহলে তা শুধুমাত্র একটি সিনেমা নয়—একটি প্রতীকী প্রত্যাবর্তন হিসেবেও দেখা যেতে পারে।

সারাবাংলা/এফএন/এএসজি

শাকিব খান সোলজার

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর