Sunday 12 Oct 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ডিজনির ‘ট্যাঙ্গেলড’-এ নতুন রূপে ফিরছে রাপুনজেল

এন্টারটেইনমেন্ট ডেস্ক
১২ অক্টোবর ২০২৫ ১৪:২৪

দীর্ঘ এক দশকেরও বেশি সময় পেরিয়ে গেছে, তবু যেন এখনও ছোট-বড় সবার হৃদয়ে বেঁচে আছে সেই সোনালি চুলের রাজকন্যা—রাপুনজেল। ২০১০ সালে মুক্তিপ্রাপ্ত ডিজনির অ্যানিমেটেড সিনেমা “ট্যাঙ্গেলড” শুধু এক পরীর গল্পই নয়, ছিল স্বাধীনতার, ভালোবাসার আর আত্ম-আবিষ্কারের এক অনন্য যাত্রা। এবার সেই জাদুকরী কাহিনী ফিরে আসছে নতুন সাজে—লাইভ অ্যাকশন সংস্করণে।

জাদুর নতুন পর্দা

হলিউডে এখন যেন ডিজনির ক্লাসিক চরিত্রদের দ্বিতীয় জীবন দেওয়ার মৌসুম চলছে। “দ্য লায়ন কিং”, “আলাদিন”, “দ্য লিটল মারমেইড”—একটির পর একটি পুরোনো অ্যানিমেশন ফিরছে বাস্তব অভিনেতাদের সঙ্গে, আধুনিক প্রযুক্তিতে। এবার পালা “ট্যাঙ্গেলড”-এর।
ডিজনির সূত্রে জানা গেছে, রাপুনজেল ও ফ্লিন রাইডারের রোমাঞ্চকর প্রেমকাহিনীকে নতুনভাবে সাজানো হচ্ছে আধুনিক দর্শকের জন্য। জাদুকরী টাওয়ার, রহস্যময় রাজ্য আর রাপুনজেলের সেই ঝলমলে চুল—সবই থাকবে, তবে আরও বাস্তব আর ভিজ্যুয়ালি চমকপ্রদ উপস্থাপনায়।

বিজ্ঞাপন

নতুন মুখ, পুরোনো জাদু

এখনো আনুষ্ঠানিকভাবে কাস্ট ঘোষণা করা হয়নি, তবে গুঞ্জন চলছে হলিউডের তরুণ অভিনেত্রীদের মধ্যে কে হচ্ছেন নতুন রাপুনজেল তা নিয়ে। একই সঙ্গে, কে ফ্লিন রাইডারের হাস্যরস আর আকর্ষণ ফুটিয়ে তুলবেন, সেটিও আলোচনার কেন্দ্রবিন্দু।
ডিজনি বলছে, তারা এমন অভিনেতাদের খুঁজছে যারা শুধু চরিত্রের রূপ নয়, তার আত্মাকে পর্দায় জীবন্ত করে তুলতে পারবেন। অর্থাৎ, এই সিনেমা হবে আগের গল্পেরই পুনরাবৃত্তি নয়, বরং নতুন প্রজন্মের কাছে রাপুনজেলকে নতুনভাবে চেনানোর এক সুযোগ।

সঙ্গীত ও স্মৃতি

‘When Will My Life Begin?’ কিংবা ‘I See the Light’—এমন গানগুলো আজও অনেকের প্লেলিস্টে জায়গা করে আছে। জানা গেছে, নতুন সংস্করণেও মূল গানের আবহ বজায় রাখা হবে, সঙ্গে থাকছে কিছু নতুন সুর ও সঙ্গীত বিন্যাস। দর্শকদের জন্য এটি হবে নস্টালজিয়া আর নতুন অভিজ্ঞতার মেলবন্ধন।

কেন এখন ‘ট্যাঙ্গেলড’?

এই সময়ে “ট্যাঙ্গেলড” ফিরিয়ে আনার সিদ্ধান্ত অনেকেই দেখছেন প্রতীকীভাবে। এক রাজকন্যা, যে বন্দিদশা থেকে মুক্ত হয়ে নিজের পরিচয় খুঁজে নেয়—এই গল্প আজও প্রাসঙ্গিক। রাপুনজেলের মতো অনেকেই এখন নিজের কণ্ঠ খুঁজছে, নিজের সীমাবদ্ধতা ভেঙে বেরিয়ে আসছে। তাই হয়তো ডিজনি আবার বলছে, “নিজের আলোয় নিজেকে চিনে নাও।”

এক নতুন পরীর গল্পের অপেক্ষা

ভক্তদের প্রত্যাশা তুঙ্গে—কীভাবে রাপুনজেলের জাদুকরী চুল বাস্তব পর্দায় ফুটে উঠবে, কেমন হবে রাজপ্রাসাদের দৃশ্য, আর ফ্লিনের রোমাঞ্চকর যাত্রা। সব মিলিয়ে, আবারও যেন এক পরীর গল্পের নতুন অধ্যায়ের অপেক্ষায় রয়েছেন সবাই।

সারাবাংলা/এফএন/এএসজি

ট্যাঙ্গেলড ডিজনি রাপুনজেল

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর