Monday 20 Oct 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

গিয়াসউদ্দিন সেলিমের ‘কাজলরেখা’ এখন মাছরাঙায়

এন্টারটেইনমেন্ট ডেস্ক
২০ অক্টোবর ২০২৫ ১৪:৪১ | আপডেট: ২০ অক্টোবর ২০২৫ ১৪:৫১

‘মনপুরা’খ্যাত নির্মাতা গিয়াসউদ্দিন সেলিমের সিনেমা ‘কাজলরেখা’ মুক্তি পেয়েছে গেল বছর। মুক্তির আগে থেকে আলোচিত ছবিটি দেশের প্রেক্ষাগৃহের পাশাপাশি আমেরিকা ও ইউরোপের বিভিন্ন দেশে মুক্তি পেয়েছে। প্রায় ৪০০ বছর আগের ঐতিহ্যবাহী ‘মৈমনসিংহ গীতিকা’ অবলম্বনে নির্মিত ছবিটি দর্শক-সমালোচকদের ভূয়সী প্রশংসা অর্জন করেছে। চলতি বছরের জানুয়ারিতে নেদারল্যান্ডসের ‘রটারডাম চলচ্চিত্র উৎসব’-এ প্রদর্শিত হয়েছে সংগীতনির্ভর এই সিনেমা। তবে কোন টেলিভিশনের পর্দায় এখনো দেখা যায়নি ‘কাজলরেখা’। দর্শকদের জন্য এবার সেই সুযোগ করে দিচ্ছে মাছরাঙা টেলিভিশন। ছবিটির টিভি স্বত্ত্ব কিনে নিয়েছে চ্যানেলটি। সম্প্রতি মাছরাঙা কতৃপক্ষের সঙ্গে এ বিষয়ক চুক্তি সম্পন্ন করেন পরিচালক গিয়াসউদ্দিন সেলিম। সামনে কোন একটি উৎসবকে কেন্দ্র করে টিভিতে ছবিটি দেখতে পাবেন দর্শকরা।

বিজ্ঞাপন
‘কাজলরেখা’ গীতিকাব্য অবলম্বনে সিনেমাটি নির্মাণ করা হয়েছে। ছবির নাম ভূমিকায় অভিনয় করেছেন মন্দিরা চক্রবর্তী

‘কাজলরেখা’ গীতিকাব্য অবলম্বনে সিনেমাটি নির্মাণ করা হয়েছে। ছবির নাম ভূমিকায় অভিনয় করেছেন মন্দিরা চক্রবর্তী

উল্লেখ্য, বাংলার লোকসংস্কৃতির ঐতিহ্যের স্মারক ‘মৈমনসিংহ গীতিকা’। বৃহত্তর ময়মনসিংহ জেলা, বিশেষ করে গারো পাহাড়ের পাদদেশ থেকে প্রবাহিত হাওরাঞ্চলের জীবনের ১০টি পালা দিয়ে সাজানো হয়েছে এ গীতিকা। এর ‘কাজলরেখা’ গীতিকাব্য অবলম্বনে সিনেমাটি নির্মাণ করা হয়েছে। ছবির নাম ভূমিকায় অভিনয় করেছেন মন্দিরা চক্রবর্তী। কাজলরেখার কিশোরী বয়সের চরিত্রটি করেছেন সাদিয়া আয়মান। সুচরাজা চরিত্রে অভিনয় করেছেন শরিফুল রাজ। এ ছাড়া কঙ্কণদাসী চরিত্রে আছেন রাফিয়াত রশিদ মিথিলা। আরও আছেন আজাদ আবুল কালাম, ইরেশ যাকের, খায়রুল বাসার, শাহানা সুমি, ইরফান সেলিম সুজয় প্রমুখ।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর