ভাবুন তো— এক তরুণ, হাতে ছোট্ট একটা ব্যাগ, চোখে স্বপ্নের ঝিলিক, আর হৃদয়ে প্রতিজ্ঞা— একদিন গোটা মুম্বাইকে জয় করবে। সেই তরুণের নাম— শাহরুখ খান।
১৯৬৫ সালের ২ নভেম্বর, দিল্লির এক সাধারণ মধ্যবিত্ত পরিবারে জন্ম নিয়েছিলেন তিনি। আজ বয়স ৬০, কিন্তু প্রাণচাঞ্চল্য এখনো যেন ৩০-এর তরুণ! কারণ, শাহরুখ শুধু একজন অভিনেতা নন— তিনি এক অনুভূতি, এক ভালোবাসার নাম, এক উন্মাদনার প্রতীক।
দিল্লি ইউনিভার্সিটির হংসরাজ কলেজ থেকে অর্থনীতি পড়া সেই ছাত্র, নাটক আর টেলিভিশনের ‘ফৌজি’, ‘সার্কাস’ দিয়ে শুরু করেছিলেন অভিনয়যাত্রা। কিন্তু তার চোখে তখনও বড় পর্দার স্বপ্ন। ১৯৯২ সালে ‘দিওয়ানা’ ছবির হাত ধরে শুরু হয় এক অনন্ত যাত্রা— যে যাত্রায় জন্ম নেয় এক কিংবদন্তি!
‘বাজিগর’, ‘ডর’, ‘আনজাম’— ভিলেন হিসেবেও যিনি দর্শকদের প্রেমে ফেলেছিলেন, আর ১৯৯৫-এ ‘দিলওয়ালে দুলহানিয়া লে যায়েঙ্গে’ দিয়ে যিনি হয়ে গেলেন বলিউডের ইতিহাসে ‘কিং অব রোমান্স’।
সময় কখনো তাকে হার মানাতে পারেনি। যখন সবাই ভেবেছিল, তার জাদু ফুরিয়েছে— ঠিক তখনই ‘পাঠান’, ‘জওয়ান’ আর ‘ডাঙ্কি’ দিয়ে প্রমাণ করেছেন—
শাহরুখ খান ফিনিক্সের মতো, বারবার ফিরে আসেন, আরও উজ্জ্বল হয়ে!
‘জওয়ান’-এর জন্য জাতীয় পুরস্কার জয়, ‘পাঠান’-এর বিশ্বজোড়া বক্স অফিস রেকর্ড— সব মিলিয়ে ২০২৩ ছিল শাহরুখের সোনালি প্রত্যাবর্তনের বছর।
শাহরুখের রাজত্ব শুধু সিনেমায় নয়— তার রাজ্য ছড়িয়ে আছে কোটি মানুষের হৃদয়ে। কলকাতা থেকে কানাডা, পাটনা থেকে প্যারিস— যেখানেই থাকুন, ‘আই লাভ ইউ শাহরুখ’ উচ্চারণে মিশে থাকে হাজার কণ্ঠের ভালোবাসা।
আর তার জীবনের সবচেয়ে বড় প্রেরণা— স্ত্রী গৌরী খান এবং সন্তানরা— আরিয়ান, সুহানা, আব্রাম। শাহরুখ নিজেই একবার বলেছিলেন— ‘আমার জীবনের সবচেয়ে বড় অর্জন আমার পরিবার।’ যে মানুষটা পর্দায় প্রেম শেখায়, বাস্তবেও তিনিই ভালোবাসার সবচেয়ে নিখাদ প্রতীক।
আজ, তার ৬০তম জন্মদিনে, মুম্বাইয়ের মান্নাতের সামনে ঢল নামে হাজার হাজার ভক্তের। কারও হাতে ফুল, কারও গলায় প্ল্যাকার্ড, কারও চোখে শুধু অশ্রু আর শ্রদ্ধা। কারণ শাহরুখ খান শুধু তারকা নন— তিনি আমাদের সময়ের এক অনন্ত গল্প।
আর এই জন্মদিনেই প্রকাশ করা হয়েছে তার নতুন সিনেমা ‘কিং’-এর টিজার। সিনেমাটি পরিচালনা করছেন সিদার্থ আনন্দ, সহ-প্রযোজনায় রয়েছেন শাহরুখের নিজস্ব প্রতিষ্ঠান Red Chillies Entertainment। এটি একটি হাই-অ্যাকশন থ্রিলার, যেখানে শাহরুখকে দেখা গেছে সিলভার হেয়ার আর গম্ভীর লুকে— একেবারে ভিন্ন অবতারে। ছবিটিতে শাহরুখের সঙ্গে অভিনয় করছেন তার মেয়ে সুহানা খান, পাশাপাশি দীপিকা পাড়ুকোন ও অভিষেক বচ্চনও রয়েছেন গুরুত্বপূর্ণ ভূমিকায়। আর ছবিটি মুক্তি পাবে আগামী বছর ২০২৬-এ।
সময় কেটে যায়, প্রজন্ম বদলায়— কিন্তু শাহরুখ খান রয়ে যান একই রকম জাদুকর। কারণ, বাদশারা চিরকাল রাজত্ব করেন… আর শাহরুখ খান— রাজত্ব করেন আমাদের হৃদয়ে।