আসামের জনপ্রিয় সংগীতশিল্পী, সুরকার ও অভিনেতা জুবিন গার্গের মৃত্যুর পরও যেন তার স্মৃতি ভুলতে পারছেন না অনুরাগীরা। সদ্য মুক্তি পাওয়া তার শেষ চলচ্চিত্র ‘রই রই বিনালে’ ইতোমধ্যেই আসামজুড়ে দর্শক হৃদয় জয় করেছে। ঠিক এই সিনেমার মুক্তির আগে জুবিনের স্ত্রী গরিমা শইকীয়া গার্গ প্রকাশ করেছেন জুবিনের লেখা একটি শেষ চিঠি।
গরিমা তার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে জুবিনের আঁকা একটি স্কেচসহ শেয়ার করেন সেই হস্তলিখিত বার্তা। সেখানে জুবিন লিখেছিলেন—
‘Roi Roi Binale. Mur notun cinema. Sabole aahibo. ‘Morom’. Zubeen da.’ বাংলায় যার অর্থ, ‘আমার নতুন সিনেমা ‘রই রই বিনালে’। সবাই আসবেন। ভালোবাসাসহ, জুবিন দা।’
ছবিটির মুক্তির আগে পোস্টটি প্রকাশ করে গরিমা লেখেন, ‘১৫ সেপ্টেম্বর তুমি যেসব চিঠি লিখেছিলে…’। তবে এখানেই শেষ নয়—তার কণ্ঠে ঝরে পড়ে গভীর শোক ও বিভ্রান্তি। তিনি আরও লিখেন, ‘প্রতিটি শব্দ হৃদয়কে আঘাত করে, গোল্ডি! কিন্তু ফাঁকা বুকে একটা জ্বলন আছে। আরেকটি প্রশ্ন—১৯ সেপ্টেম্বর কী ঘটেছিল? কিভাবে, কেন? আমি জানি না কোথায় শান্তি আছে। এই উত্তর না পাওয়া পর্যন্ত শ্বাস নিতে ইচ্ছে করছে না।’
প্রসঙ্গত, ‘রই রই বিনালে’ মুক্তির পর থেকেই আসামজুড়ে অভূতপূর্ব সাড়া ফেলেছে। স্থানীয় সংবাদমাধ্যম পিটিআই জানিয়েছে, প্রথম সপ্তাহের প্রতিটি প্রদর্শনীর টিকিট ইতোমধ্যেই বিক্রি হয়ে গেছে। দর্শকদের চাহিদায় অতিরিক্ত শো যোগ করা হয়েছে—কিছু হলে দিনে সাতটি পর্যন্ত প্রদর্শনী চলছে। প্রথম শো শুরু হয় ভোর ৪টা ৪৫ মিনিটে, আর শেষ শো শেষ হয় মধ্যরাতে।
চলচ্চিত্রটিতে জুবিন অভিনয় করেছেন একজন অন্ধ সংগীতশিল্পীর চরিত্রে। ছবিতে রয়েছে মোট ১১টি গান, যেগুলোর কথা ও সুর সবই জুবিনের নিজের সৃষ্টি।