Monday 03 Nov 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সাপের সঙ্গে সাহসী প্রিয়াঙ্কা!

এন্টারটেইনমেন্ট ডেস্ক
৩ নভেম্বর ২০২৫ ১৪:৩২

বলিউডের গ্লোবাল আইকন প্রিয়াঙ্কা চোপড়া বরাবরই সাহসী ও ব্যতিক্রমী উপস্থিতির জন্য পরিচিত। তবে এবার যেন নিজের বাস্তব জীবনেই সিনেমার রোমাঞ্চ ছুঁয়ে দেখলেন তিনি। সম্প্রতি একটি ভিডিওতে দেখা যায়, সাদা টপ ও ডেনিমে সাধারণ সাজে উপস্থিত প্রিয়াঙ্কা হাতে নিয়েছেন এক জীবন্ত বিশাল সাপ! গলায় পেঁচিয়ে রেখেছেন সেই সাপকে, মুখে নির্ভীক হাসি— যেন ভয় নয়, আত্মবিশ্বাসই তার অলংকার।

দৃশ্যটি যতটা ভয়ংকর, ততটাই চমকপ্রদ। সোশ্যাল মিডিয়ায় মুহূর্তেই ভাইরাল হয়ে পড়ে ভিডিওটি। অনেকেই প্রশংসা করেছেন তার সাহস ও স্বাভাবিক ব্যবহারের, কেউ কেউ আবার অবাক হয়েছেন এমন ঝুঁকিপূর্ণ স্টান্টে। পাশে ছিলেন স্বামী নিক জোনাস, যিনি অবিশ্বাসের চোখে দেখছিলেন স্ত্রী প্রিয়াঙ্কার দুঃসাহসিক মুহূর্তটি।

বিজ্ঞাপন

প্রিয়াঙ্কা চোপড়ার এই নতুন রূপ যেন তার ব্যক্তিত্বেরই প্রতিচ্ছবি— আত্মবিশ্বাসী, নির্ভীক ও সবসময় আলোচনার কেন্দ্রবিন্দুতে। কখনো রেড কার্পেটে স্টাইল, কখনো সামাজিক বার্তা— প্রতিবারই নিজেকে নতুনভাবে উপস্থাপন করতে জানেন তিনি।

এই সাপ-পর্বটিও তাই শুধু একটি মজার ঘটনা নয়, বরং সাহসের আরেকটি প্রতীক হয়ে উঠেছে প্রিয়াঙ্কার জীবনে। নিজের ভয়কে জয় করে যে হাসিমুখে তিনি ক্যামেরার সামনে দাঁড়িয়েছেন, তা যেন বলছে— ‘ভয় নয়, জীবনকে উপভোগ করো নিঃসংকোচে।’

সারাবাংলা/এফএন/এএসজি