Monday 03 Nov 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

প্রেম নয়, সরাসরি বিয়ে করতে চান পাকিস্তানি অভিনেত্রী দুরেফিশান!

এন্টারটেইনমেন্ট ডেস্ক
৩ নভেম্বর ২০২৫ ১৫:২৭

বর্তমান সময়ে দাঁড়িয়ে যখন সোশ্যাল মিডিয়ায় কান পাতলেই শোনা যায় প্রেম আর সম্পর্কের নানা গুঞ্জন, তখন এক ভিন্ন বার্তা নিয়ে এলেন পাকিস্তানের জনপ্রিয় অভিনেত্রী দুরেফিশান সেলিম। ‘ইশ্ক মুরশিদ’ নাটকের ‘শিব্রা শাহমীর’ চরিত্রটি তাকে শুধু পাকিস্তানেই নয়, বাংলাদেশেও তুমুল জনপ্রিয়তা এনে দিয়েছে। সেই দুরেফিশানই জানিয়ে দিলেন, তার হৃদয়ের দরজা প্রেমের জন্য নয়, সরাসরি বিয়ের জন্যই খোলা!

সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় দুরেফিশান ও তার ‘ইশ্ক মুরশিদ’-এর সহ-অভিনেতা বিলাল আব্বাস খান-এর প্রেম ও বিয়ের গুঞ্জন বেশ ডালপালা মেলেছিল। এমন সময়েই অভিনেত্রীর একটি পুরোনো সাক্ষাৎকার নতুন করে ভাইরাল হয়েছে, যা সকল জল্পনাকে এক লহমায় থামিয়ে দিল।

বিজ্ঞাপন

সেই সাক্ষাৎকারে উপস্থাপক যখন প্রেমের সঙ্গী বা প্রেমিক নিয়ে তার ভাবনা জানতে চেয়েছিলেন, তখন দুরেফিশানের সোজাসাপটা জবাব ছিল— ‘আমি কখনো কারও সঙ্গে প্রেমের সম্পর্কে জড়াবো না। প্রেম না করে সরাসরি বিয়ে করবো।’

তার এই অকপট স্বীকারোক্তি যেন আধুনিক প্রজন্মের কাছে এক নতুন বার্তা। যেখানে প্রেমের জটিলতা, ব্রেক-আপের কষ্ট আর কমিটমেন্টের ভয় নিত্যসঙ্গী, সেখানে দুরেফিশান দৃঢ়ভাবে বিশ্বাস করেন ‘সরাসরি বিয়ে’-র মতো সনাতন সম্পর্কে। হয়তো এটি তার ব্যক্তিগত মূল্যবোধের প্রতিফলন, যা তাকে শিখিয়েছে পবিত্র একটি সম্পর্কে জড়ানোর আগে প্রেমের পরীক্ষা-নিরীক্ষার প্রয়োজন নেই।

দুরেফিশানের এই মন্তব্য তার ভক্তদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া তৈরি করেছে। কেউ কেউ তার সিদ্ধান্তকে ‘সাহসী’ ও ‘ঐতিহ্যবাহী’ বলে সাধুবাদ জানিয়েছেন, আবার কেউ কেউ জানতে চেয়েছেন, জীবনসঙ্গী নির্বাচনের আগে মন দেওয়া-নেওয়ার পর্ব কেন বাদ? তবে এই বিতর্কের মাঝেই অভিনেত্রী প্রমাণ করলেন, কেরিয়ারের মতোই ব্যক্তিগত জীবনেও তিনি নিজের শর্তে চলতে বিশ্বাসী।

‘দিল রুবা’ নাটকের পার্শ্বচরিত্র দিয়ে শুরু করে আজ ‘সানওয়াল ইয়ার পিয়া’-র মতো সফল কাজের নায়িকা দুরেফিশান। তার অভিনয় দক্ষতা যেমন দর্শকদের মন জয় করেছে, তেমনি তার ব্যক্তিগত জীবন নিয়ে স্পষ্ট ধারণাটিও তাকে আরও বেশি ইন্টারেস্টিং করে তুলল। এখন দেখার পালা, এই সুন্দরী অভিনেত্রী কবে এবং কার সঙ্গে প্রেমের বাঁধন ছাড়াই সরাসরি সাত পাকে বাঁধা পড়েন। সেই অপেক্ষাতেই রইলেন তার অনুরাগীরা।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর