সাম্প্রতিক সময়ের অন্যতম আলোচিত সিনেমা ‘উৎসব’ প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে গেল ঈদুল আজহায়। মুক্তির পর থেকে দর্শক-সমালোচকদের প্রশংসার জোয়ারে ভাসছে তারকাবহুল সিনেমাটি। দেশে চমকপ্রদ সাফল্যের পাশাপাশি ইউরোপ-আমেরিকার প্রেক্ষাগৃহগুলোতেও ছবিটি দেখার জন্য ভীড় করেছেন দর্শকরা। পরবর্তীতে ওটিটি প্ল্যাটফর্ম ‘চরকি’তেও মুক্তি পায় নব্বই দশকের আবহে নির্মিত এই ছবি। তবে টিভি পর্দায় এখনো দেখা যায়নি ‘উৎসব’। দর্শকদের জন্য এবার সেই সুযোগ করে দিচ্ছে মাছরাঙা টেলিভিশন। ছবিটির টিভি স্বত্ত্ব কিনে নিয়েছে চ্যানেলটি। সম্প্রতি মাছরাঙা কতৃপক্ষের সঙ্গে এ বিষয়ক চুক্তি সম্পন্ন করেন ছবির পরিচালক তানিম নূর। ছবিটি মাছরাঙাসহ দেশের বিভিন্ন টেলিভিশন চ্যানেলে একসঙ্গে প্রচার হওয়ার কথা রয়েছে। প্রচারের দিনক্ষণ এখনো চূড়ান্ত হয়নি।
কিংবদন্তি ঔপন্যাসিক চার্লস ডিকেন্সের বিখ্যাত গল্প ‘এ ক্রিস্টমাস ক্যারল’ অবলম্বনে নির্মিত হয়েছে ‘উৎসব’। পারিবারিক জটিলতা, সম্পর্কের টানাপোড়েন আর আবেগতাড়িত সময়ের এক অভূতপূর্ব সন্নিবেশ ঘটেছে এতে। ‘পরিবার ছাড়া দেখা নিষেধ’-এই ব্যতিক্রমী স্লোগানের সিনেমাটি প্রেক্ষাগৃহে এক করতে পেরেছে পরিবারের সব বয়সী দর্শককে। গভীর হাস্যরস আর নাটকীয়তায় পরিপূর্ণ এই সিনেমায় অভিনয় করেছেন জাহিদ হাসান, চঞ্চল চৌধুরী, জয়া আহসান, অপি করিম, আফসানা মিমি, তারিক আনাম খান, আজাদ আবুল কালাম, ইন্তেখাব দিনার, সুনেরাহ বিনতে কামাল, সৌম্য জ্যোতি, সাদিয়া আয়মানসহ অনেকে।