পপসম্রাট মাইকেল জ্যাকসন — নামটা শুনলেই চোখের সামনে ভেসে ওঠে জাদুকরী নাচ, সুর আর অবিশ্বাস্য পারফরম্যান্সের স্মৃতি! কিন্তু আপনি কি জানেন— তার জীবনের অনেক অজানা অধ্যায় এবার উঠে আসছে বড় পর্দায়?
হ্যাঁ! হলিউডের জনপ্রিয় পরিচালক অ্যান্টনি ফুকোয়া বানিয়েছেন মাইকেল জ্যাকসনের জীবনীভিত্তিক ছবি— ‘মাইকেল’ (Michael)!
দুই দিন আগে মুক্তি পেয়েছে এর টিজার, আর মাত্র ২৪ ঘণ্টায় ভিউ ছুঁয়েছে ১১৬.২ মিলিয়ন! এর আগে কোনো মিউজিক্যাল বায়োপিকের টিজার এত দ্রুত ভিউ পায়নি!
লায়নসগেটের প্রযোজনায় নির্মিত এই ছবিতে মাইকেলের চরিত্রে অভিনয় করেছেন তারই ভাতিজা জাফর জ্যাকসন। টিজারে দেখা গেছে, জাফর যেন হুবহু মাইকেলের মতোই নাচছেন। আর তাতেই মুগ্ধ ভক্তরা, কেউ আবার আবেগে লিখছেন ‘King is back!’
এই সিনেমা কিন্তু তারকায় ভরপুর! এতে আছেন — মাইলস টেলার আইনজীবী জন ব্রাঙ্কা চরিত্রে, কোলম্যান ডোমিঙ্গো মাইকেলের বাবা জো জ্যাকসন হিসেবে, আরও আছেন ক্যাট গ্রাহাম, নিয়ালং, লরা হ্যারিয়ার, কেনড্রিক স্যাম্পসন ও জুলিয়ানো ক্রু ভ্যালদি – যে অভিনয় করবেন কৈশোরের মাইকেল হিসেবে।
প্রযোজনা সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে— এই ছবিতে দেখা যাবে মাইকেলের মঞ্চের বাইরের জীবনও। কীভাবে ছোটবেলায় ‘জ্যাকসন ফাইভ’ ব্যান্ডের তারকা থেকে তিনি হয়ে ওঠেন বিশ্বের সবচেয়ে বড় বিনোদনশিল্পী — সেটাই হবে গল্পের মূল ধারা।
জাফরকে এই চরিত্রে দেখে খুশি মাইকেলের মা ক্যাথরিন জ্যাকসন। তিনি বলেছেন— ‘জাফর আর মাইকেল দেখতে প্রায় একই রকম। তাকে দেখলে আমার ছেলের কথা মনে পড়ে।’
ভক্তদের উত্তেজনা এখন তুঙ্গে— কারণ এই বহু প্রতীক্ষিত সিনেমা ‘মাইকেল’ মুক্তি পাচ্ছে ২০২৬ সালের ২৪ এপ্রিল! তাহলে আপনি কি প্রস্তুত আবারও মঞ্চে ফিরে আসা পপসম্রাটকে দেখার জন্য?