Tuesday 18 Nov 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

কিংবদন্তিকে সম্মাননা: বিশেষ অস্কার পেলেন টম ক্রুজ

এন্টারটেইনমেন্ট ডেস্ক
১৮ নভেম্বর ২০২৫ ১৪:২৮

হলিউডের ঝলমলে দুনিয়ায় প্রতিটি তারকারই একটি আলাদা ইতিহাস থাকে। তবে টম ক্রুজ— নামটি যেন আলাদা এক জগৎ। চার দশকের বেশি সময় ধরে বিশ্ব সিনেমায় যিনি ঈগলের ডানায় উড়ে বেড়াচ্ছেন, সেই মানুষটি যখন সম্মানসূচক অস্কার হাতে নিলেন, তখন তা শুধু একটি পুরস্কার নয়— হলিউডের প্রতি এক গভীর শ্রদ্ধা ও ভালোবাসার প্রতীক হয়ে উঠল।

সম্প্রতি অনুষ্ঠিত গভর্নরস অ্যাওয়ার্ডসে টম ক্রুজকে বিশেষ সম্মাননা দেয় একাডেমি অব মোশন পিকচার আর্টস অ্যান্ড সায়েন্সেস। সিনেমার প্রতি নিবেদিতপ্রাণ এই মানুষটির হাতে স্বীকৃতির সোনালি মূর্তি তুলে দেন তার আসন্ন মুভির পরিচালক আলেহান্দ্রো গঞ্জালেস ইনারিতু। আর সেই মুহূর্তে টম যেন আবারও স্মরণ করিয়ে দিলেন—সিনেমা শুধু তার পেশা নয়, এটি তার ‘অস্তিত্ব’।

বিজ্ঞাপন

‘এটাই আমি’— টমের আবেগঘন মুহূর্ত

মঞ্চে দাঁড়িয়ে তিনি বলেন, ‘সিনেমা আমাকে পৃথিবী ঘুরিয়ে নিয়ে যায়, সংস্কৃতি জানতে শেখায়… অন্ধকার হলে আমরা একসঙ্গে হাসি, কাঁদি, আশা করি—এটাই শিল্পের শক্তি।’ তার কথায় বোঝা গেল, টম ক্রুজের ভেতরের সেই ছোট্ট ছেলেটির চোখ আজও একই আলোয় ভরে থাকে—পর্দা জ্বলে ওঠার আলোতে।

শৈশবের স্মৃতি মনে করে তিনি বলেন, পর্দায় আলো জ্বলে উঠলে মনে হতো নতুন এক বিশাল পৃথিবী জন্ম নিচ্ছে। সেখান থেকেই গল্প বলার নেশা, চরিত্র হয়ে ওঠার স্বপ্ন আর পৃথিবীজোড়া ভ্রমণের যাত্রা শুরু।

চার দশকের ক্যারিয়ার, চারবার অস্কার মনোনয়ন

‘বোর্ন অন দ্য ফোর্থ অব জুলাই’ থেকে ‘জেরি ম্যাগুয়ার’, ‘ম্যাগনোলিয়া’ থেকে ‘টপ গান: ম্যাভারিক’—টম ক্রুজের যাত্রা অসাধারণ সাফল্যের। তবু তিনি বারবার বলেছেন, তার জন্য বড় পুরস্কার হলো দর্শকের ভালোবাসা। আর সেটাই যেন তার ক্যারিয়ারের চিরন্তন শক্তি।

নতুন অভিযানে ব্যস্ত টম ক্রুজ

সম্মাননার পাশাপাশি এখন তিনি কাজ করছেন একাধিক মেগা প্রজেক্টে। দ্বিতীয় বিশ্বযুদ্ধভিত্তিক ‘ব্রডসোর্ড’, আর ভক্তদের বহু প্রতীক্ষিত ‘এজ অব টুমরো’-এর সিক্যুয়েল। এর সঙ্গে রয়েছে ইনারিতুর পরিচালনায় তার নতুন মুভি—যা নিয়ে ইতোমধ্যেই উত্তেজনা তুঙ্গে।

ডলি পার্টন, ডেবি অ্যালেন ও উইন থমাসও পেলেন সম্মাননা

এ বছর টমের সঙ্গে আরও তিনজন শিল্পী গভর্নরস অ্যাওয়ার্ডসে সম্মান পেয়েছেন। কিন্তু টমের স্বীকৃতি যেন বিশেষভাবে আলোচনায়—কারণ তার নামই তো হলিউডের সমার্থক এক কিংবদন্তি।

শিল্পের শক্তি, গল্পের আলো

টম ক্রুজ মনে করিয়ে দিলেন—সিনেমা কেবল গল্প বলা নয়, এটি মানুষের আবেগকে এক সুতোয় গেঁথে ফেলা। পৃথিবীর নানা প্রান্তের মানুষ একই মুহূর্তে হাসে, কাঁদে, শিহরিত হয়—এটাই সিনেমার নিঃশব্দ জাদু।

আর সেই জাদুরই এক অবিচ্ছেদ্য অংশ টম ক্রুজ। সম্মাননা হাতে তিনি যেন আরও একবার প্রমাণ করলেন—কিংবদন্তি হওয়া শুধু জনপ্রিয়তার নয়, গভীরভাবে শিল্পকে ভালোবাসারও নাম।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর