Saturday 22 Nov 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ব্রেন্ডন–র‍্যাচেল জুটিতে নস্টালজিয়ার জাদু নিয়ে আসছে ‘দ্য মমি- ৪’

ফারহানা নীলা স্টাফ করেসপন্ডেন্ট
২২ নভেম্বর ২০২৫ ১৬:৩৪

হলিউডের অ্যাডভেঞ্চার– হরর দুনিয়ায় ‘দ্য মমি’ নামটা এক বিশেষ রোমাঞ্চের প্রতীক। মরুভূমির রহস্য, প্রাচীন অভিশাপ আর রিক– ইভলিনের দুঃসাহসিক অভিযান— সব মিলিয়ে এই সিরিজটি একসময় বিশ্বজুড়ে দর্শকদের মন জয় করেছিল। সেই জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজিই প্রায় দুই দশক পর আবার ফিরছে নতুন গল্প নিয়ে, আর সঙ্গে থাকছেন সেই চেনা মুখ ব্রেন্ডন ফ্রেজার ও র‍্যাচেল ওয়াইজ।

এই এক ঘোষণাতেই যেন হলিউডে ফিরেছে নস্টালজিয়ার ঢেউ। দুই দশক পর আবার রিক ও’কনেল ও ইভলিনকে বড় পর্দায় দেখার ভাবনাই ভক্তদের রোমাঞ্চিত করে তুলেছে।

স্মৃতির পথ ধরে আবার যাত্রা

১৯৯৯ সালে ‘দ্য মমি’র প্রথম ছবিটি মুক্তি পাওয়ার পর থেকেই এটি ছিল অ্যাডভেঞ্চার ঘরানার এক নতুন মাইলফলক। অতীতের মমির অভিশাপ আর বর্তমানের গবেষণা— এই দুইয়ের লড়াই দর্শকদের ভিন্ন স্বাদ দিয়েছিল। তিন কিস্তিতেই ব্রেন্ডন ফ্রেজারের অ্যাকশন, হাস্যরস আর র‍্যাচেল ওয়াইজের বুদ্ধিমত্তা নিয়ে নির্মিত রিক–ইভলিনের যুগলবন্দী ছিল সিরিজের প্রাণ।

বিজ্ঞাপন

তবে ২০০৮ সালের তৃতীয় কিস্তির পর সিরিজটি যেন হারিয়ে যায়। ফ্রেজার নিজেও মনে করেছিলেন, শেষ অংশটি তাড়াহুড়ো করে নির্মিত হয়েছিল, গল্পের ধারাবাহিকতা ঠিক রাখা যায়নি।

নতুন পরিচালক, নতুন আঙ্গিক

নতুন কিস্তির দায়িত্ব পাওয়া ম্যাট বেটিনেলি–অলপিন ও টাইলার গিলেট—যাদের নাম ‘রেডি অর নট’ বা নতুন ‘স্ক্রিম’ সিরিজের কারণে আলোচনায়। ভক্তরা আশা করছেন, এই পরিচালক জুটি অ্যাডভেঞ্চার আর হররকে নতুন গতিতে মেশাবে।

তাদের লক্ষ্য যেন খুব পরিষ্কার— পুরনো মজা ফিরিয়ে আনা, কিন্তু নতুন প্রজন্মের দর্শকদের জন্য গল্পকে আরও গতিময় করে তোলা।

টম ক্রুজের রিবুট: এক ব্যর্থ অধ্যায়

২০১৭ সালে টম ক্রুজকে নিয়ে ‘দ্য মমি’র রিবুট ভার্সন তৈরি হলেও তা দর্শকদের হৃদয় ছুঁতে পারেনি। মূল সিরিজের যে মজা— রোমাঞ্চ, হাস্যরস, সম্পর্ক— সবই যেন সেখানে অনুপস্থিত ছিল। ফলে মূল জুটির প্রত্যাবর্তনকে অনেকেই মনে করছেন সিরিজটিকে আবার নতুন করে শুরু করার সঠিক সময়।

মুক্তির তারিখ নয়, তবু উত্তাপ বাড়ছে

ইউনিভার্সাল এখনো ‘দ্য মমি ৪’-এর মুক্তির তারিখ ঘোষণা করেনি। কিন্তু ব্রেন্ডন–র‍্যাচেলের প্রত্যাবর্তনের খবরেই ভক্তদের উৎসাহ তুঙ্গে। পুরনো দর্শকরা নস্টালজিয়ায় ভাসছেন, আর নতুন প্রজন্ম অপেক্ষায়—প্রাচীন অভিশাপের গল্প এবার কেমন রূপ নিয়ে ফিরবে?

এক কথায়, ‘দ্য মমি’-র ফিরে আসা মানে শুধু একটি চলচ্চিত্র নয়— এ এক স্মৃতি, রোমাঞ্চ আর প্রিয় চরিত্রদের পুনর্জাগরণ। এখন অপেক্ষা শুধু শুটিং শুরুর ঘোষণা আর নতুন রহস্যময় যাত্রার।

বিজ্ঞাপন

হঠাৎ বড় ভূমিকম্প হওয়ার কারণ কী?
২২ নভেম্বর ২০২৫ ১৬:২৩

আরো

ফারহানা নীলা - আরো পড়ুন
সম্পর্কিত খবর