Monday 24 Nov 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

রণবীরের সঙ্গে নেচে মঞ্চ মাতালেন ট্রাম্পের বাগদত্তা!

এন্টারটেইনমেন্ট ডেস্ক
২৪ নভেম্বর ২০২৫ ১৯:০২

ভারতের রাজস্থান রাজ্যের উদয়পুরে সম্প্রতি অনুষ্ঠিত এক জমকালো বিয়ের অনুষ্ঠানে ঘটে গিয়েছে এমন এক চমকপ্রদ দৃশ্য, যা এখন সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল। বলিউড সুপারস্টার রণবীর সিং ও আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জুনিয়রের বাগদত্তা বেটিনা আন্ডারসন একসাথে মঞ্চে নাচলেন এবং দর্শক মাতালেন।

মঞ্চে প্রথম সাক্ষাৎ: অভিনন্দন ও হাস্যরস

উদয়পুরের এই মেগাবাজেট বিয়েটি ছিল রামা রাজু মন্তেনার মেয়ে নেত্রা মন্তানার। অনুষ্ঠানে আমন্ত্রিত হিসেবে ছিলেন ট্রাম্প জুনিয়র ও বেটিনা আন্ডারসন। মঞ্চে প্রথমে রণবীর সিং কুশল বিনিময় করেন ডোনাল্ড ট্রাম্প জুনিয়র ও বেটিনার সঙ্গে। সেখানেই শুরু হয় মনোজ্ঞ মুহূর্ত।

বিজ্ঞাপন

‘হোয়াট ঝুমকা’-তে নাচের দাপট

এরপর রণবীর সিং বেটিনার হাত ধরে তার সিনেমা ‘রকি অর রানি কি প্রেম কাহানি’ সিনেমার জনপ্রিয় গান ‘হোয়াট ঝুমকা’-তে নাচ শুরু করেন। রণবীরের প্রাণবন্ত স্টেপ দেখে বেটিনা আন্ডারসনও দ্রুত নাচে অংশ নেন। মঞ্চে তাদের একসঙ্গে নাচ যেন সত্যিই অনুষ্ঠানকে নতুন মাত্রা দিয়েছে।

ডোনাল্ড ট্রাম্প জুনিয়র মুগ্ধ চোখে দেখেন এই মুহূর্ত এবং উৎসাহ দিতে হাততালি দেন। অনুরাগী এবং অতিথিরা তাদের এই মঞ্চস্থ নাচকে ক্যামেরাবন্দি করেন। কয়েক মিনিটের মধ্যেই ভিডিওটি নেটদুনিয়ায় ছড়িয়ে পড়ে এবং দর্শকরা কমেন্টে তাদের প্রশংসা করতে থাকেন।

রণবীরের খ্যাতি: সিনেমার বাইরে নাচের জাদু

বলিউডে রণবীর সিং শুধু সিনেমায় অভিনয়ের জন্য নয়, পারফরম্যান্স এবং নাচের জন্যও পরিচিত। সিনেমার বাইরে যে কোনো অনুষ্ঠানে তার নাচের উদ্দীপনা ও আভিজাত্য দেখার মতো। অক্ষয় কুমারের মতো তার সহকর্মীরাও এই গুণের প্রশংসা করেছেন।

প্রেম ও বিয়ের গুঞ্জন

বেটিনা আন্ডারসন ও ডোনাল্ড ট্রাম্প জুনিয়র দীর্ঘদিন ধরে সম্পর্কে রয়েছেন। শীঘ্রই তাদের বিয়ের কথাও শোনা যাচ্ছে। উদয়পুরে এই নাচের দৃশ্য যেন তাদের রোমান্টিক সম্পর্কের আরেকটি উজ্জ্বল মুহূর্ত।

নেটিজেনদের প্রতিক্রিয়া

সামাজিক যোগাযোগমাধ্যমে ভিডিওটি মুহূর্তের মধ্যে ভাইরাল হয়ে যায়। অনেকেই কমেন্ট করেছেন, ‘রণবীর সিং-এর নাচের জাদু আবার দেখা গেল’ বা ‘বেটিনা আন্ডারসনের সঙ্গে তার কেমিস্ট্রি দারুণ!’। সামাজিক নেটওয়ার্কে এই নাচ নিয়ে আলোচনা এখনো চলছে।

বিজ্ঞাপন

ঢাবির বিজয় একাত্তর হলে আগুন
২৪ নভেম্বর ২০২৫ ১৮:৫৫

জানি সে আসবে না আর...
২৪ নভেম্বর ২০২৫ ১৮:৫০

আরো

সম্পর্কিত খবর