ঢাকাই সিনেমার জনপ্রিয় নায়িকা মাহিয়া মাহি বর্তমানে যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন। কয়েক মাস ধরে তিনি নিউইয়র্কে থাকছেন এবং সেখানে সময় কাটাচ্ছেন ঘোরাঘুরি, শপিং ও প্রবাসী বাংলাদেশিদের নানা আয়োজনে অংশ নিয়ে। এবার জানা গেল, যুক্তরাষ্ট্রে তিনি কার বাসায় থাকছেন— এ প্রশ্নের উত্তর মিলেছে তার সাম্প্রতিক এক সাক্ষাৎকারে।
মাহি জানিয়েছেন, তিনি থাকছেন ঢাকাই সিনেমার জনপ্রিয় নায়ক কাজী মারুফের বাসায়। মারুফ ও তার পরিবারের আতিথেয়তায় তিনি আমেরিকার ব্যস্ত জীবনের মধ্যেও পাচ্ছেন ঘরোয়া স্বাদ, বিশেষ করে খাবারের ক্ষেত্রে।
জনপ্রিয় টকশো ‘ফ্রাইডে নাইট উইথ জায়েদ খান’– এ অতিথি হয়েছিলেন মাহি। নিউইয়র্কের সেন্ট্রাল পার্কে ধারণ করা এ পর্বে মাহি জানিয়েছেন তার ব্যক্তিগত পছন্দ-অপছন্দ, ক্যারিয়ারের বিভিন্ন অভিজ্ঞতা এবং প্রবাসের জীবনের গল্প।
সেখানে প্রিয় খাবার সম্পর্কে প্রশ্ন করা হলে মাহি বলেন, “আমার ভাত আর শুঁটকি ভর্তা খুব পছন্দ। বিরিয়ানিও ভালোবাসি, তবে ভাতই বেশি ভালো লাগে।”
জায়েদ খান জানতে চান, আমেরিকায় থেকে তিনি কি বাংলা খাবার মিস করছেন? জবাবে মাহি হেসে বলেন, “না, একদমই না। কারণ আমি আমার বড় ভাই, নায়ক মারুফ ভাইয়ের বাসায় থাকছি। যা খেতে চাই বললেই ভাবি রান্না করে দেন।”
নিউইয়র্কে অবস্থানকালে প্রবাসী বাংলাদেশিদের বিভিন্ন আয়োজনে নিয়মিত দেখা যাচ্ছে মাহিকে। বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান, কমিউনিটি ইভেন্ট ও শোতে অংশ নিচ্ছেন তিনি। পাশাপাশি পরিবার নিয়ে সময় কাটানোর মতোই আনন্দ পাচ্ছেন মারুফ পরিবারের উষ্ণতায়।
সেন্ট্রাল পার্কের মনোরম পরিবেশে ধারণ করা পর্বটি প্রকাশিত হয়েছে শুক্রবার (২১ নভেম্বর) বাংলাদেশ সময় রাত ৮টায় ঠিকানা টিভির ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজে।