বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) গত আসরে ঢাকা ক্যাপিটালসের মালিকানায় যুক্ত হয়ে ব্যাপক আলোচনায় আসেন ঢালিউডের শীর্ষ নায়ক শাকিব খান। মাঠে দলের সাফল্য না থাকলেও গ্যালারিতে তার উপস্থিতি তৈরি করেছিল ভক্তদের মাঝে বাড়তি উন্মাদনা। তবে নতুন মৌসুম শুরুর আগে জানা গেল, আর ঢাকা ক্যাপিটালসের মালিকানায় নেই শাকিব খান।
রোববার (৩০ নভেম্বর) রাজধানীর রেডিসন হোটেলে অনুষ্ঠিত হয় এবারের বিপিএলের খেলোয়াড় ড্রাফট। আসরে অংশ নিচ্ছে মোট ছয় দল— ঢাকা ক্যাপিটালস, সিলেট টাইটান্স, রংপুর রাইডার্স, নোয়াখালী এক্সপ্রেস, রাজশাহী ওয়ারিয়র্স এবং চট্টগ্রাম রয়্যালস। উল্লেখযোগ্য হলো, এবারই প্রথম বিপিএলে নাম লিখিয়েছে নোয়াখালী এক্সপ্রেস।
গতবার ড্রাফটে শাকিব খান নিজে উপস্থিত ছিলেন এবং প্রথমবার ক্রিকেট ফ্র্যাঞ্চাইজির মালিকানায় যুক্ত হওয়ায় জানিয়েছিলেন ভবিষ্যতে আরও শক্তিশালী দল গঠনের ইচ্ছার কথা। কিন্তু এবারের ড্রাফটে তাকে দেখা যায়নি। উপস্থিতদের অনেকে তাই তার অনুপস্থিতি নিয়ে প্রশ্ন তোলেন।
ফ্র্যাঞ্চাইজির ঘনিষ্ঠ সূত্র নিশ্চিত করেছে যে এবার শাকিব খান দলের মালিকানায় নেই। অন্য একটি সূত্র গণমাধ্যমে জানিয়েছে, আগেরবার ঢাকা ক্যাপিটালসের মালিক ছিল রিমার্ক হারল্যান। এবার মালিকানা নিয়েছে চ্যাম্পিয়ন স্পোর্টস, যারা শাকিব খানকে দলের সঙ্গে যুক্ত করেনি।
এ বিষয়ে শাকিব খানের প্রতিষ্ঠান এসকে ফিল্মস জানিয়েছে, অভিনেতা শাকিব খান বেশ আগেই রিমার্ক-হারল্যানের ডিরেক্টর পদ থেকে সরে দাঁড়ান। ফলে প্রতিষ্ঠানটির কোনো কার্যক্রম বা ঢাকা ক্যাপিটালসের সঙ্গে এখন তার আর কোনো সম্পৃক্ততা নেই। দলের বর্তমান অবস্থা সম্পর্কেও তার কাছে কোনো তথ্য নেই বলে উল্লেখ করা হয়।
এদিকে চলতি মৌসুমের বিপিএল শুরু হওয়ার কথা ছিল ১৯ ডিসেম্বর। তবে এক সপ্তাহ পিছিয়ে টুর্নামেন্ট শুরু হবে ২৬ ডিসেম্বর; ফাইনাল অনুষ্ঠিত হবে আগামী ২৩ জানুয়ারি।
বর্তমানে ‘সোলজার’ সিনেমার শুটিংয়ে ব্যস্ত সময় কাটাচ্ছেন শাকিব খান। তানজিন তিশা, জান্নাতুল ফেরদৌস ঐশীসহ আরও কয়েকজন এতে তার সহশিল্পী হিসেবে অভিনয় করছেন। ছবিটি আগামী ঈদুল ফিতরে মুক্তির সম্ভাবনা রয়েছে।