Saturday 06 Dec 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ট্রুডো রোমান্স: রাজনীতির শিবির থেকে সরাসরি প্রেমের গল্পে

এন্টারটেইনমেন্ট ডেস্ক
৬ ডিসেম্বর ২০২৫ ১৬:৫৯

রাজনীতি আর প্রেম? শুনতে অবাস্তব লাগলেও বাস্তব। কানাডার সাবেক প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো এবার শুধু রাজনৈতিক ইমেজ নয়, প্রেমিক হিসাবেও খবরের শিরোনাম হয়ে উঠেছেন। মার্কিন পপ তারকা কেটি পেরির সঙ্গে তার সম্পর্ককে অবশেষে আনুষ্ঠানিকভাবে স্বীকার করলেন ট্রুডো।

জাপানের সাবেক প্রধানমন্ত্রী ফুমিও কিশিদা ও তার স্ত্রী ইউকো কিশিদার আমন্ত্রণে এক মধ্যাহ্নভোজে একসঙ্গে উপস্থিত ছিলেন ট্রুডো ও কেটি পেরি। সেই অনুষ্ঠানে তাদের প্রথমবার প্রকাশ্যে দেখা গেল। সামাজিক যোগাযোগমাধ্যমে মুহূর্তেই ভাইরাল হলো সেই ছবি।

মধ্যাহ্নভোজের ছবি শেয়ার করে ট্রুডো লিখেছেন— ‘আপনাকে দেখে দারুণ লাগল ফুমিও কিশিদা। ক্যাটি এবং আমি আপনার ও ইউকোর সঙ্গে বসে কথা বলার সুযোগ পেয়ে খুবই আনন্দিত।’ এই পোস্ট প্রকাশের পরই বিশ্বমাধ্যমে তাদের রোমান্স নিয়ে ঝড় ওঠে।

বিজ্ঞাপন

গত অক্টোবরের ক্যালিফোর্নিয়ার সান্তা বারবারায় চুম্বনরত মুহূর্ত ক্যামেরাবন্দি হওয়ার পর থেকেই সম্পর্কের গুঞ্জন চলছিল। তবে এবার ট্রুডো ও কেটি পেরি সেই গুঞ্জনকে আনুষ্ঠানিক স্বীকৃতি দিলেন। ফ্যানরা সোশ্যাল মিডিয়ায় তাদেরকে ‘২০২৫ সালের সবচেয়ে আলোচিত সেলিব্রিটি–রাজনীতিবিদ জুটি’ হিসেবে বর্ণনা করছে।

সারাবাংলা/এফএন

সারাবাংলা/এফএন/এএসজি