Sunday 07 Dec 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

অপু–সজলের নতুন সিনেমা ‘দুর্বার’

এন্টারটেইনমেন্ট ডেস্ক
৭ ডিসেম্বর ২০২৫ ১৭:১৬

ঢালিউডের জনপ্রিয় অভিনেত্রী অপু বিশ্বাস এবার নতুন সিনেমা ‘দুর্বার’-এ চুক্তিবদ্ধ হয়েছেন। তার বিপরীতে প্রথমবার বড় পর্দায় অভিনয় করতে যাচ্ছেন জনপ্রিয় অভিনেতা আবদুন নূর সজল। নির্মাতা সূত্রে জানা গেছে, আগামী ১৬ ডিসেম্বর থেকে ছবির শুটিং শুরু হবে।

সিনেমাটি পরিচালনা করছেন কামরুল হাসান ফুয়াদ, আর গল্প ও চিত্রনাট্য লিখেছেন আব্দুল্লাহ জহির বাবু। নির্মাতার ভাষ্য— ‘দুর্বার’ একটি থ্রিলার ও মার্ডার–মিস্ট্রি ঘরানার কাজ। তবে এখনই গল্পের বিস্তারিত প্রকাশ করতে নারাজ তিনি। পরিকল্পনা অনুযায়ী, ছবির শুটিং একটানা চলবে এবং দ্রুত শেষ করা হবে।

শুটিং শুরুর আগে শিল্পীরা পুরোদমে প্রস্তুতি নিচ্ছেন। সজল, অপু বিশ্বাসসহ সংশ্লিষ্ট কলাকুশলীরা নিয়মিত রিহার্সালে ব্যস্ত সময় পার করছেন। মূল শুটিং শুরুর আগে ১৪ ডিসেম্বর অনুষ্ঠিত হবে আনুষ্ঠানিক ফটোশুট।

বিজ্ঞাপন

‘দুর্বার’-এ অপু–সজলের পাশাপাশি অভিনয় করছেন জান্নাতুল নূর, সানজু জনসহ আরও কয়েকজন। সবকিছু পরিকল্পনা অনুযায়ী এগোলে আগামী কোরবানি ঈদে প্রেক্ষাগৃহে মুক্তি পাবে সিনেমাটি।

অন্যদিকে ‘দুর্বার’-এর পাশাপাশি অপু বিশ্বাস যুক্ত হয়েছেন আরও একটি নতুন কাজে। তিনি সম্প্রতি চুক্তিবদ্ধ হয়েছেন বন্ধন বিশ্বাস পরিচালিত ‘সিক্রেট’ সিনেমায়, যেখানে তার সহশিল্পী আদর আজাদ। জানা গেছে, ‘দুর্বার’ শেষ করেই অপু ‘সিক্রেট’-এর শুটিং শুরু করবেন।

চলচ্চিত্রপ্রেমীদের কাছে তাই নতুন বছরে অপু–সজল জুটির ‘দুর্বার’ নিয়ে প্রত্যাশা আরও বেড়ে গেছে।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর