বলিউড সুপারস্টার শাহরুখ খানের বড় ছেলে আরিয়ান খানের বিরুদ্ধে বেঙ্গালুরুতে অশালীন ইঙ্গিত করার অভিযোগ উঠেছে। এ ঘটনায় শহরের কব্বন থানায় একটি অভিযোগ দায়ের করেছেন আইনজীবী ওয়েজ হুসেন এস।
ঘটনাটি ঘটে ২৮ নভেম্বর, বেঙ্গালুরুর অশোকনগর এলাকার একটি ব্যক্তিগত অনুষ্ঠানের পরবর্তী সময়ে। অভিযোগে বলা হয়েছে, একটি পাব-এ বন্ধুদের সঙ্গে আড্ডার সময় জনসমক্ষে দুই হাতের ‘মধ্যমা’ প্রদর্শন করেন আরিয়ান। ঘটনার ভিডিও ইতোমধ্যেই সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে এবং নানা সমালোচনার জন্ম দেয়।
তবে কংগ্রেস নেতা জমির আহমেদের ছেলে জায়েদ খান, যিনি ঘটনাস্থলে উপস্থিত ছিলেন এবং আরিয়ানের ঘনিষ্ঠ বন্ধু, অভিযোগ অস্বীকার করেছেন। তার দাবি— ‘আরিয়ানের ইঙ্গিত মোটেও সাধারণ মানুষের উদ্দেশে ছিল না। ভিড় বেশি হওয়ায় আমরা ব্যালকনিতে গিয়েছিলাম। সেখানে আরিয়ানের এক ‘আপ্তসহায়ক’ এবং বন্ধু ভিড় নিয়ন্ত্রণে সাহায্য করছিল। আরিয়ান তাকেই ইঙ্গিত করে মজা করছিল, পাবের অতিথিদের উদ্দেশে নয়।’
অন্যদিকে অভিযোগকারী আইনজীবী বলছেন, ঘটনার সময় পাব-এ বহু মহিলা উপস্থিত ছিলেন। এ ধরনের আচরণ সাধারণ মানুষকে অপমান ও অস্বস্তির মুখে ফেলেছে বলেও উল্লেখ করেন তিনি। একই অভিযোগ তিনি কর্নাটক রাজ্য মহিলা কমিশনেও দাখিল করেছেন।
এ বিষয়ে আরিয়ান খান বা তার পরিবারের পক্ষ থেকে এখনো কোনো আনুষ্ঠানিক মন্তব্য পাওয়া যায়নি।