Monday 08 Dec 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

৩০ হাজার বিয়ের প্রস্তাব ফিরিয়েছিলেন হৃতিক রোশন!

এন্টারটেইনমেন্ট ডেস্ক
৮ ডিসেম্বর ২০২৫ ১৮:২৫

বলিউডে নায়ক অনেক আসে, যায়ও অনেক। কিন্তু এমন নায়ক ক’জনই বা আসে, যিনি প্রথম সিনেমা দিয়েই পুরো ইন্ডাস্ট্রিকে চমকে দেন? ২০০০ সালের শুরুটা বলিউডের জন্য তেমনই এক ঝলমলে মুহূর্ত— ‘কাহো না পেয়ার হ্যায়’ মুক্তির সঙ্গে সঙ্গে ভারতীয় দর্শক যেন নতুন এক স্বপ্ন–নায়ককে খুঁজে পায়। আর সেই নায়ক— হৃতিক রোশন।

হৃতিকের জনপ্রিয়তা তখন এমন পর্যায় ছুঁয়েছিল যে মুম্বাইয়ের সাধারণ এক সকালে জানালার পর্দা সরালেই দেখা যেত বিয়ের প্রস্তাব– নিয়ে দাঁড়িয়ে থাকা মেয়েদের লম্বা লাইন! হ্যাঁ, কোনো গুঞ্জন নয়— মাত্র এক মাসে তার কাছে পৌঁছেছিল প্রায় ৩০ হাজার বিয়ের প্রস্তাব!

সম্প্রতি কপিল শর্মার শোতে এসে হৃতিক মজার স্মৃতিটা শেয়ার করেন। প্রথম ছবি সুপারহিট হওয়ার পর তার বাড়ির সামনে প্রতিদিন ভিড় জমত— সাধারণ ভক্ত নয়, অনেক তরুণী এবং তাদের পরিবার বিয়ের প্রস্তাব নিয়ে হাজির হতেন। বাড়ির প্রধান ফটক নাকি হয়ে উঠেছিল যেন প্রস্তাব জমার কাউন্টার!

বিজ্ঞাপন

ফলাফল? নায়ক হৃতিককে মাঝেমধ্যে প্রেমিকা সুজানের সঙ্গে দেখা করতে পেছনের দরজা দিয়ে পালিয়ে যেতে হতো! স্টারডমের চাপে হাঁপিয়ে ওঠা ছেলেটা তখনও বুঝতেন না— এই ভালোবাসা তাকে কোথায় নিয়ে যাবে।

স্ক্রিনে তার নাচ, চেহারা, ব্যক্তিত্ব— সবকিছু মিলিয়ে তখন তিনি বলিউডে পরিচিত হন ‘গ্রিক গড’ নামে। হয়তো এ কারণেই ৩০ হাজার প্রস্তাবকেও তিনি সামলাতে পেরেছিলেন! তবে এই বিপুল জনপ্রিয়তার মাঝেই বাল্যবন্ধু সুজান খানকে বিয়ে করেন তিনি, ভক্তদের হৃদয় ভেঙে নায়ক জানিয়ে দেন— সেই সব লাইনের কেউই নন, আমার মানুষ তো অনেক আগে থেকেই ঠিক করা।

হৃতিক বলেন, ভক্তদের আগ্রহে তিনি যেমন আনন্দ পেতেন, তেমনি বিব্রতও হতেন। প্রতিদিন জানালা খুলতেই একদল মেয়ের অপেক্ষা—যে কারও জন্যই পরিস্থিতি অস্বস্তিকর হতে পারে। তবু সেই সময়টাকে তিনি দেখেন জীবনের বিশেষ অধ্যায় হিসেবে—খ্যাতির ঝড়, ভক্তদের ভালোবাসা, আর নিজের ব্যক্তিগত জীবনের ভারসাম্য বজায় রাখার লড়াই।

বছর পেরিয়ে গেলেও হৃতিকের জাদু অটুট— এবার তিনি ফিরছেন সিদ্ধার্থ আনন্দের ‘ফাইটার’ ছবিতে, যেখানে তার সহ-অভিনেত্রী দীপিকা পাড়ুকোন। মুক্তি পাচ্ছে আগামী ২৫ জানুয়ারি। দর্শকের প্রতীক্ষাও তেমনই তীব্র— যেভাবে ২০০০ সালে ছিল ‘কাহো না পেয়ার হ্যায়’-এর জন্য।

৩০ হাজার প্রস্তাব পাওয়ার গল্প হয়তো অবিশ্বাস্য শোনায়, কিন্তু হৃতিকের জনপ্রিয়তা তখন এমনই ছিল—স্বপ্ন, উন্মাদনা, আর এক নতুন নায়কের জন্ম। আর আজও হৃতিককে ঘিরে মানুষের সেই উচ্ছ্বাস কমেনি। তারকারা বদলায়, সময় বদলায়, কিন্তু কিছু নায়ক—হৃতিক রোশনের মতো—সময় হার মানাতে জানেন।

সারাবাংলা/এফএন/এএসজি
বিজ্ঞাপন

‘টাইম ট্রাভেলার’ হওয়ার দিন আজ
৮ ডিসেম্বর ২০২৫ ১৭:৫৬

আরো

সম্পর্কিত খবর