Sunday 14 Dec 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

টেলর–ট্রাভিসের বিয়ের গল্প

এন্টারটেইনমেন্ট ডেস্ক
১৪ ডিসেম্বর ২০২৫ ১৫:৫৮

পপ সংগীতের রানি টেলর সুইফট আর এনএফএল তারকা ট্রাভিস কেলসি— দুই ভিন্ন জগতের দুই সুপারস্টার। প্রেমের গুঞ্জন থেকে বাগদান, আর এবার সেই গল্পের সবচেয়ে আলোচিত অধ্যায়—বিয়ে। সব অপেক্ষার অবসান ঘটিয়ে ২০২৬ সালের ১৩ জুন সমুদ্রঘেঁষা এক স্বপ্নিল ভেন্যুতে গাঁটছড়া বাঁধতে যাচ্ছেন এই তারকা যুগল।

যুক্তরাষ্ট্রের রোড আইল্যান্ড অঙ্গরাজ্যের অভিজাত ‘ওশান হাউস’— আটলান্টিক মহাসাগরের নীল জলের পাশে দাঁড়িয়ে থাকা এই বিলাসবহুল হোটেলই হতে যাচ্ছে টেলর–ট্রাভিসের রাজকীয় বিয়ের মঞ্চ। অভিজাত আয়োজন, নিরিবিলি পরিবেশ আর সমুদ্রের ঢেউ—সব মিলিয়ে যেন রূপকথার সেট।

ওশান হাউস মানেই আভিজাত্যের চূড়ান্ত রূপ। অতিথিদের জন্য রুমপ্রতি খরচ, আলাদা ভেন্যু ভাড়া, সৈকতে আয়োজনের বিশেষ চার্জ—সব কিছুই বলে দেয়, এটি শুধুই একটি বিয়ে নয়, বরং এক বিশাল সেলিব্রেশন। অতিথিপ্রতি ডিনারের প্লেটের দামেই যেখানে কয়েকজনের পারিবারিক অনুষ্ঠান হয়ে যায়, সেখানে টেলরের বিয়ে যে কতটা জাঁকজমকপূর্ণ হবে, তা সহজেই অনুমেয়।

বিজ্ঞাপন

এই বিয়েতে অতিথিরা শুধু সাক্ষীই থাকবেন না, উপভোগ করবেন রাজকীয় আতিথেয়তা। ব্যক্তিগত বোট ও ইয়ট ক্রুজ, স্পা ট্রিটমেন্ট, ইয়োগা সেশন, সমুদ্রতীরের ক্যাবানা—সব মিলিয়ে এটি যেন এক বিলাসবহুল ছুটির অভিজ্ঞতা।

টেলরের বন্ধু তালিকায় যে তারার অভাব নেই, তা নতুন করে বলার অপেক্ষা রাখে না। সেলেনা গোমেজ, এড শিরানসহ সংগীত ও ক্রীড়াজগতের বহু পরিচিত মুখের উপস্থিতি নিশ্চিত বলেই শোনা যাচ্ছে। ট্রাভিস কেলসির এনএফএল সতীর্থদের যোগে অতিথি তালিকা আরও দীর্ঘ হয়েছে।

গুঞ্জন রয়েছে, নির্ধারিত তারিখে ভেন্যুটি আগে থেকেই অন্য কারও নামে বুকিং ছিল। তবে টেলর সুইফট নিজের বিশাল সাম্রাজ্য থেকে বড় অঙ্কের অর্থ ব্যয় করে সেটি নিজের করে নেন। ঠিক কত খরচ হয়েছে, তা রহস্যই রয়ে গেছে—যেমনটা থাকে তারকাদের জীবনে।

শুরুতে ঘরোয়া বিয়ের কথা শোনা গেলেও বাস্তবতা বলছে ভিন্ন গল্প। সব আয়োজন মিলিয়ে টেলর ও ট্রাভিসের বিয়ে যে কয়েক কোটি টাকার সীমা ছাড়িয়ে যাবে, তা প্রায় নিশ্চিত। প্রেমের গল্প যেমন ছিল আলোচিত, বিয়েটাও তেমনি হতে যাচ্ছে বিশ্বময় আলোড়ন তোলা এক মহোৎসব।

সব মিলিয়ে, সমুদ্রের ঢেউয়ের মতোই টেলর–ট্রাভিসের এই বিয়ে নিয়ে উত্তেজনা বাড়ছেই। প্রেম, তারকাখ্যাতি আর রাজকীয় আয়োজন—সব একসঙ্গে মিললে যে গল্প তৈরি হয়, সেটিই হয়তো লেখা হচ্ছে রোড আইল্যান্ডের নীল সমুদ্রতীরে।

সারাবাংলা/এফএন/এএসজি
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর