Monday 15 Dec 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বক্স অফিসে ‘পুষ্পা টু’র রেকর্ড ভেঙে নতুন চূড়ায় ‘ধুরন্ধর’

এন্টারটেইনমেন্ট ডেস্ক
১৫ ডিসেম্বর ২০২৫ ১৭:২১

বলিউডের ‘বাজিরাও’ রণবীর সিং যেন এবার এক নতুন ইতিহাস রচনা করলেন! সম্প্রতি মুক্তি পাওয়া তাঁর বহু প্রতীক্ষিত সিনেমা ‘ধুরন্ধর’ শুধু ভারতের বক্স অফিসেই নয়, দর্শকদের হৃদয়েও এক প্রকার ঝড় তুলেছে। মুক্তির মাত্র ১০ দিনে সিনেমাটি যা করে দেখাল, তাতে অনেকেই বলছেন—রণবীরই এখন বক্স অফিসের ‘কিং’!

সাফল্যের এই দৌড়ে ‘ধুরন্ধর’ সরাসরি টক্কর দিয়েছে দক্ষিণী সুপারস্টার আল্লু অর্জুনের ব্লকবাস্টার সিক্যুয়েল ‘পুষ্পা টু’-কে। অবাক করার মতো বিষয় হলো, মুক্তির দ্বিতীয় রোববারে আয়ের দিক থেকে ‘ধুরন্ধর’ ভেঙে দিয়েছে ‘পুষ্পা টু’র রেকর্ড!

দক্ষিণী ছবি ‘পুষ্পা টু’ তার দ্বিতীয় রোববারে আয় করেছিল ৫৪ কোটি টাকা।আর সেই একই দিনে, আদিত্য ধর পরিচালিত ‘ধুরন্ধর’ ব্যবসা করেছে তাক লাগানো ৫৮ কোটি টাকা!

বিজ্ঞাপন

এই বিপুল সাফল্য বুঝিয়ে দিল, রণবীরের ক্যারিশমা এখন ভারতজুড়ে কতটা শক্তিশালী। এমনকি, ‘পুষ্পা টু’ মুক্তির পর সালমান খান কিংবা আমির খানের মতো তারকাদের ছবিও এমন সফলতা স্পর্শ করতে পারেনি।

সিনেমাটি যে বক্স অফিসের সব হিসেব পাল্টে দেবে, তা যেন আগে থেকেই আঁচ করা যাচ্ছিল। মুক্তির মাত্র ১০ দিনে ‘ধুরন্ধর’ ভারতে মোট আয় করেছে ৩৫১ কোটি ৬১ লাখ রুপি! দ্বিতীয় সপ্তাহান্তেও এর মোট সংগ্রহ প্রায় ১১১ কোটি টাকা।

বাণিজ্য বিশ্লেষকরা মনে করছেন, রণবীরের এই ছবিটি ক্রিসমাস এবং নিউ ইয়ারের ছুটির পূর্ণ সুবিধা পাবে। এতে দ্রুতই এটি ৫০০ কোটি রুপির জাদুকরী ক্লাবে প্রবেশ করতে পারে। সঞ্জয় দত্ত, অর্জুন রামপাল, অক্ষয় খান্না এবং আর মাধবনের মতো অভিজ্ঞ অভিনেতাদের সঙ্গে রণবীরের পর্দা ভাগ করে নেওয়া এই সিনেমাটির সাফল্যের মুকুটে যেন নতুন পালক যুক্ত হলো।

রণবীরের ‘ধুরন্ধর’ কেবল একটি সিনেমার নাম নয়; এটি এখন ভারতীয় বক্স অফিসের নতুন সাফল্যের মানদণ্ড।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর