Monday 15 Dec 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ডিপজলের বিরুদ্ধে সম্পত্তি আত্মসাতের অভিযোগ ৩ বোনের

এন্টারটেইনমেন্ট ডেস্ক
১৫ ডিসেম্বর ২০২৫ ১৭:৪২

জনপ্রিয় অভিনেতা মনোয়ার হোসেন ডিপজল-এর বিরুদ্ধে তিন বোনের আনা পৈতৃক সম্পত্তি আত্মসাতের অভিযোগকে মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত বলে দাবি করেছেন। এই অভিযোগ নিয়ে বিভিন্ন সংবাদমাধ্যমে খবর প্রকাশিত হওয়ার পর তিনি তার ভেরিফায়েড ফেসবুক আইডিতে একটি বিবৃতি দেন।

ডিপজল দাবি করেছেন যে একটি মহল তাকে ও তার পরিবারকে হেয় করার জন্য মিডিয়াকে ব্যবহার করে মিথ্যা তথ্য ছড়াচ্ছে এবং এর পেছনে তার বোনদের ছেলে প্রিন্স-এরও ইন্ধন রয়েছে।

তিনি বলেন, পারিবারিক বিষয়কে প্রকাশ্যে এনে কাদা ছোড়াছুড়ি করা তার ও তার পরিবারের সম্মানের ওপর সরাসরি আঘাত।

ডিপজল দাবি করেন, তাদের বড় ভাই ইন্তেকাল করেছেন এবং বেঁচে থাকা দুই ভাইয়ের মধ্যে তিনি এককভাবে সবসময় বোনদের খোঁজখবর রেখেছেন। তার ছেলে-মেয়েরাও তাদের পাশে ছিল।

বিজ্ঞাপন

তিনি জোর দিয়ে বলেছেন, তার মা জীবিত থাকাকালীন তিনি তাকে সর্বোচ্চ সম্মান, নিরাপত্তা ও ভালো পরিবেশে রেখেছেন। নিয়মিত উন্নত চিকিৎসার জন্য মাকে ব্যাংকক নিয়ে যেতেন এবং সব খরচ বহন করতেন।

অভিনেতার দাবি, মা ইন্তেকাল করার পর তার বোনেরা বরং কোনো খোঁজখবর রাখেনি। ডিপজল একাই মায়ের জানাজা, দাফন ও যাবতীয় খরচ বহন করেছেন। তার গ্রামের মানুষ এ সত্যের সাক্ষী।

তিনি জানান, তার বোনের ছেলে প্রিন্স যখন ক্যান্সারে আক্রান্ত হয়, তখন তিনি ম্যানেজারের মাধ্যমে চিকিৎসার জন্য আর্থিক সহায়তা পাঠিয়েছেন। তার মেয়ে অলিজা জামাইসহ প্রিন্সদের বাসায় গিয়ে খোঁজখবরও নিয়েছে। অথচ সেই প্রিন্স সুস্থ হয়ে এখন মিথ্যা প্রচারণা ও অপপ্রচারে জড়াচ্ছে।

তিনি অভিযোগ করেন, মিডিয়াতে এসে বলা হচ্ছে মা মারা যাওয়ার পর তারা কোনো খোঁজ রাখেননি এবং তার সন্তানেরা খালা-ফুপুদের চেনে না— যা তিনি সম্পূর্ণ মিথ্যা ও হৃদয়বিদারক বলে উল্লেখ করেছেন।

এর আগে ডিপজলের বোন পারভীন অভিযোগ করেছিলেন যে, ডিপজলসহ তিন ভাই মিলে তাদের চার বোনের দুই হাজার কোটি টাকার সম্পত্তি আত্মসাৎ করেছেন। পারভীন বর্তমান বাজারমূল্য অনুযায়ী মোট সম্পত্তি আনুমানিক পাঁচ হাজার কোটি টাকা ধরেছেন। তাদের চার বোনের প্রাপ্য দুই হাজার কোটি টাকার সম্পত্তি। অর্থাৎ প্রতিজনের পাঁচশো কোটি টাকার সম্পত্তি।

পারভীনের দাবি, ডিপজল ভুয়া দলিল দেখিয়ে বলছেন যে বোনেরা সম্পত্তি লিখে দিয়েছেন। তিনি প্রশ্ন করেন, তারা এত পাগল নন যে টিপ সই দিয়ে সম্পত্তি লিখে দেবেন। তারা জানিয়েছেন, চল্লিশ বছর ধরে সম্পত্তি বাবদ কোথা থেকে কত ভাড়া নেওয়া হয়েছে, সে সম্পর্কে তাদের জানা আছে।

ডিপজল জানিয়েছেন, তিনি শিগগিরই সবকিছুর যথাযথ তথ্যপ্রমাণসহ মিডিয়াতে বিস্তারিত তুলে ধরবেন।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর