Monday 05 Jan 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নতুন বছর, নতুন প্রত্যয়ে তৌসিফ মাহবুব

এন্টারটেইনমেন্ট ডেস্ক
৩ জানুয়ারি ২০২৬ ১৭:০৯

নতুন বছর মানেই নতুন প্রত্যয়, নতুন পরিকল্পনা এবং জীবনের ভুলগুলো থেকে শেখার অঙ্গীকার। ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা তৌসিফ মাহবুব এই বার্তা দিয়েছেন নিজের নতুন বছরের ভাবনা নিয়ে। সম্প্রতি এক গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে তিনি খোলাখুলি জানালেন, কীভাবে তিনি পুরোনো ভুলগুলোকে সঙ্গে নিয়ে এগিয়ে যেতে চান।

তৌসিফ মাহবুব বলেন, ‘নতুন বছরে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে সিদ্ধান্ত নিয়েছি, তা হলো—পুরোনো ভুল নতুন করে আর করব না। আমরা সবাই মানুষ, আর মানুষমাত্রই ভুল করে। আমার অভিনয়জীবন থেকে শুরু করে ব্যক্তিজীবনেও অনেক সময় অনেক ভুল করেছি, যেগুলো অনেক ক্ষেত্রে আমাকে পিছিয়ে দিয়েছে।’

বিজ্ঞাপন

অভিনেতা আরও জানান, ক্যারিয়ার ও ব্যক্তিজীবনের নানা অভিজ্ঞতা থেকে তিনি বহু গুরুত্বপূর্ণ শিক্ষা পেয়েছেন। তার ভাষায়, ‘এই ভুলগুলো থেকেই শেখার কারণে আমি আজকের তৌসিফ মাহবুব। কিন্তু ভুল থেকে শিখেও যদি একই ভুল আবার করি, তাহলে সেটা সামনে এগোনোর পথে বাধা হয়ে দাঁড়ায়। আমি চাই, আমার সামনের যাত্রাটা আরও মসৃণ হোক, যেভাবে আমি নিজে চাই সেভাবেই এগিয়ে যাক।’

ভুলের ব্যাখ্যা দিতে গিয়ে তৌসিফ বলেন, ‘কিছু মানুষ বা কিছু কাজ রয়েছে, যেগুলো আমার ক্ষতির কারণ হয়েছে। যাদের কারণে আমি পিছিয়ে গিয়েছি, তাদের সঙ্গে আর মিশতে চাই না। যেসব কাজ আমাকে থামিয়ে দিয়েছে, সেগুলোও আর করতে চাই না। একইভাবে আগে কিছু ভুল সিদ্ধান্ত নিয়েছিলাম, নতুন বছরে সেসব সিদ্ধান্ত আর নিতে চাই না।’

নতুন বছরের লক্ষ্য নিয়েও অভিনেতা স্পষ্ট। তিনি বলেন, ‘এখন আমি নিজের দিকে বেশি মনোযোগ দিতে চাই। ভুলের সংখ্যা কমিয়ে ভালো ভালো কাজ করে যেতে চাই—এটাই আমার নতুন বছরের পরিকল্পনা।’

অভিনেতার এই আত্মমগ্ন প্রতিজ্ঞা ও নতুন প্রত্যয় তার ভক্তদের জন্যও অনুপ্রেরণার উৎস হয়ে উঠেছে। ভুল থেকে শেখা, নিজেকে নতুনভাবে গড়ে তোলা এবং সামনে এগিয়ে যাওয়ার দৃঢ় অঙ্গীকার—নিশ্চয়ই ২০২৬ সালের তৌসিফ মাহবুবকে আরও প্রফুল্ল ও প্রগতিশীল করে তুলবে।

সারাবাংলা/এফএন/এএসজি