Sunday 04 Jan 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

অপূর্বর নামে ভুয়া ফটোকার্ড! আইনি ব্যবস্থা নেওয়ার হুমকি

এন্টারটেইনমেন্ট ডেস্ক
৩ জানুয়ারি ২০২৬ ১৮:০০

জনপ্রিয় ছোট পর্দার অভিনেতা জিয়াউল ফারুক অপূর্বর নামে সামাজিকমাধ্যমে ছড়িয়ে পড়া ভুয়া ফটোকার্ড নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন তিনি। সম্প্রতি, ‘দৈনিক প্রতিবেদন’ নামের একটি ফেসবুক অ্যাকাউন্ট থেকে অপূর্বর ছবি ব্যবহার করে বিতর্কিত রাজনৈতিক বক্তব্য প্রচার করা হচ্ছে, যা অভিনেতা ভিত্তিহীন ও মিথ্যা বলে দাবী করেছেন।

শুক্রবার (২ জানুয়ারি) নিজের ভেরিফাইড ফেসবুক পেজে অপূর্ব এই ভুয়া ফটোকার্ডগুলো শেয়ার করে জানিয়েছেন, একটি ফটোকার্ডে লেখা হয়েছে— ‘স্বৈরাচার তাড়াতে রাস্তায় নামলাম আর আজ প্রশ্ন জাগে সত্যিই কি স্বৈরাচার বিদায় হলো নাকি আরও বড় স্বৈরাচারের হাতে পড়লাম।’ অন্যটিতে লেখা, ‘কোথাও স্বাধীনতা নেই। সবসময় ভয়ে থাকি কখন যে জীবনটাই শেষ হয়ে যায়। তাহলে কি আগের স্বৈরাচারই ভালো ছিল?’

বিজ্ঞাপন

অভিনেতা স্পষ্ট করে জানিয়েছেন, এই দু’টি ফটোকার্ডের বক্তব্য তার নয়। তিনি সামাজিকমাধ্যম ব্যবহারকারীদের সতর্ক করে বলেছেন, এ ধরনের ভুয়া নিউজ ও বিভ্রান্তিকর তথ্য প্রচার থেকে বিরত থাকুন। পাশাপাশি, উল্লেখ করা হয়েছে যে, পুনরায় এই ধরনের ঘটনার পুনরাবৃত্তি হলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

‘দৈনিক প্রতিবেদন’-এর ফেসবুক পেজ ঘুরে দেখা যায়, শুধু অপূর্বর নাম ব্যবহার করে মিথ্যা তথ্য ছড়ানো হচ্ছে না, বরং দেশের জনপ্রিয় অভিনেতা মোশাররফ করিমসহ বিভিন্ন মন্ত্রী ও রাজনৈতিক নেতাদের বক্তব্যকেও বিকৃতভাবে প্রকাশ করা হয়েছে।
বিনোদনপ্রেমীদের জন্য সতর্কবার্তা হলো—সামাজিকমাধ্যমে দেখানো যেকোনো তথ্যকে যাচাই না করে বিশ্বাস করা বিপজ্জনক।

সারাবাংলা/এফএন/এএসজি