Thursday 08 Jan 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

গুঞ্জনে শ্রদ্ধা কাপুর-রাহুল মোদী! সত্যিটা কি?

এন্টারটেইনমেন্ট ডেস্ক
৭ জানুয়ারি ২০২৬ ১৭:৪৩

বলিউডের মিষ্টিকন্যা শ্রদ্ধা কাপুর আর চিত্রনাট্যকার রাহুল মোদী— এই যুগল এখন ভক্তদের কৌতূহলের কেন্দ্রবিন্দুতে। সোশ্যাল মিডিয়ায় তাদের সাম্প্রতিক কিছু ছবি প্রকাশ্যে আসার পর থেকেই গুঞ্জন যেন থামছেই না। বিমানের সিটে পাশাপাশি বসে থাকা থেকে শুরু করে রাজকীয় অনুষ্ঠানে একই ফ্রেমে ধরা পড়া— প্রতিটি মুহূর্ত যেন অনুরাগীদের মনকে আরও বেশি উদ্দীপিত করছে।

যদিও এই জুটি কখনোই স্পষ্টভাবে নিজেদের সম্পর্কের কথা স্বীকার করেননি, তবে তাদের ঘনিষ্ঠ উপস্থিতি অনেককিছু বোঝায়। বিশেষ করে, ভারতীয় গণমাধ্যমে বলা হচ্ছে, শ্রদ্ধা এবার এই সম্পর্ককে এক নতুন অধ্যায়ে নিয়ে যেতে চাইছেন।

বিজ্ঞাপন

এর আগে শ্রদ্ধার নাম নানা জুটির সঙ্গে যুক্ত হলেও শেষ পর্যন্ত কোনো সম্পর্ক টিকেনি। তবে রাহুল মোদীর সঙ্গে বিষয়টি আলাদা মনে হচ্ছে। শোনা যাচ্ছে, কাপুর পরিবারের সবাই রাহুলকে বেশ পছন্দ করেন। তাই পরিবারের সবুজ সংকেত মিললে বিয়ে নিয়ে আর কোনো বাঁধা নেই।

সম্প্রতি এক সাক্ষাৎকারে শ্রদ্ধা সংক্ষেপে বলেন, ‘বিয়ে তো করবই’। এই সংক্ষিপ্ত মন্তব্যই অনুরাগীদের মনে করিয়েছে, হয়তো খুব শিগগিরি আমরা শ্রদ্ধার জন্য বিয়ের ঘণ্টাধ্বনি শুনতে পাবো।

ফ্যানদের মধ্যে এখন চলছে একচেটিয়া আলোচনা— কোথায় হবে সেই বিয়ের অনুষ্ঠান, কী পরবে নববধূ শ্রদ্ধা, আর রাহুলের পোশাকের স্টাইল কেমন হবে। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া ছোট ছোট ইঙ্গিতগুলোই যেন সবাইকে নতুন নতুন কল্পনার জগতে নিয়ে যাচ্ছে।

সারাবাংলা/এফএন/এএসজি