Wednesday 27 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

শুভ জন্মদিন ডলি জহুর


১৭ জুলাই ২০১৮ ১৪:৪৩

 স্পেশাল করেসপন্ডেন্ট ।।

তাকে অসামান্য অভিনেত্রী বলাই যায়। প্রায় ৪৪ বছর ধরে একটানা অভিনয় করে যাচ্ছেন। মঞ্চ, টেলিভিশন, চলচ্চিত্র- অভিনয়ের কোন শাখায় নেই তিনি? নাটক-চলচ্চিত্রে মায়ের চরিত্র মানেই অবধারিত একটি নাম- ডলি জহুর। এই অনন্য সাধারন অভিনেত্রীর আজ জন্মদিন। ১৯৫৩ সালের এই দিনে ঢাকার গ্রীণরোডে তার জন্ম এবং পরবর্তীতে বেড়ে ওঠা। পড়াশুনা করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে। সেখানকার ছাত্রী থাকা অবস্থায় অভিনয়ের সাথে যুক্ত হন তিনি। সেটা ১৯৭৪ সালের কথা।

বিজ্ঞাপন

ডলি জহুর হচ্ছেন সেই অভিনেত্রী যিনি প্রথমে ভাবির চরিত্রে নিজেকে অপ্রতিদ্বন্দী হিসেবে তৈরি করেন। তারপর আস্তে আস্তে মায়ের চরিত্রেও নিজেকে সেই জায়গায় নিয়ে যান। আশির দশকের জনপ্রিয় টিভি সিরিয়াল এইসব দিনরাত্রি তে ডলি জহুরের নীলু ভাবির চরিত্রটি আজও মানুষের মনে আছে। এরপর একে একে অসংখ্য হৃদয়ে দাগ কাঁটা চরিত্রে অভিনয় করেছেন ডলি জহুর।

ডলি জহুর অভিনীত প্রথম চলচ্চিত্রের নাম অসাধারন। তবে ১৯৯২ সালে মুক্তি পাওয়া হুমায়ূন আহমেদ রচিত শঙ্খনীল কারাগার  ছবির রাবেয়া চরিত্রে অভিনয় করে চলচ্চিত্রে নিজের জায়গা পাকা করেন তিনি। মোস্তাফিজুর রহমান পরিচালিত এই ছবির জন্য শ্রেষ্ঠ অভিনেত্রী হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পান ডলি জহুর। এরপর ২০০৬ সালে ঘানি ছবির জন্য আরও একবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার পান গুণী এই অভিনেত্রী।

মঞ্চ, টেলিভিশন, চলচ্চিত্রের সব্যসাচী এই অভিনেত্রীর জন্মদিনে সারাবাংলার শুভেচ্ছা।

সারাবাংলা/পিএম

 

 

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর