Sunday 11 Jan 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

রাজ–মিম জুটিকে ঘিরে নতুন আলোচনার ঢেউ

এন্টারটেইনমেন্ট ডেস্ক
১১ জানুয়ারি ২০২৬ ১৬:২৫

বাংলাদেশি সিনেমায় কিছু জুটি আছে, যারা একবার পর্দায় এসে দর্শকের মনে আলাদা ছাপ ফেলে। ‘পরাণ’ সিনেমার মাধ্যমে তেমনই একটি আলোচিত জুটি হয়ে উঠেছিলেন শরিফুল রাজ ও বিদ্যা সিনহা মিম। প্রেম, আবেগ আর সংবেদনশীল অভিনয়ে দর্শকের মন জয় করা এই জুটিকে আবারও একসঙ্গে দেখার অপেক্ষায় ছিলেন অনেকেই। সেই অপেক্ষায় যেন নতুন করে আগুন লাগিয়েছে সাম্প্রতিক এক ফেসবুক পোস্ট।

সম্প্রতি বিদ্যা সিনহা মিম তার ফেসবুক পেজে একটি রহস্যময় ছবি শেয়ার করেন। ছবিতে দেখা যায়— একজন পুরুষ পেছন ফিরে দাঁড়িয়ে আছেন, মুখ স্পষ্ট নয়। ক্যাপশনে মিম লিখেছেন, ‘পরবর্তী প্রজেক্ট আসছে, অনুমান করুন, তিনি কে?’

বিজ্ঞাপন

এই এক লাইনের পোস্টই যথেষ্ট ছিল ভক্তদের কৌতূহল উসকে দিতে। মুহূর্তেই কমেন্টে শুরু হয় জল্পনা— এই রহস্যময় মানুষটি কে? অধিকাংশ ভক্তের ধারণা, এটি শরিফুল রাজ ছাড়া আর কেউ নন।

এই আলোচনার পেছনে রয়েছে আরও একটি গুরুত্বপূর্ণ কারণ। জানা গেছে, ২০২৪–২৫ অর্থবছরে সরকারি অনুদান পাওয়া সিনেমা ‘জীবন অপেরা’–তে অভিনয়ের বিষয়ে শরিফুল রাজ ও বিদ্যা সিনহা মিমের সঙ্গে প্রাথমিক আলোচনা চলছে। অনুদানপ্রাপ্ত এই ছবিটি নিয়ে আনুষ্ঠানিক ঘোষণা না এলেও ইন্ডাস্ট্রির ভেতরে কানাঘুষা কম নয়।

শরিফুল রাজ নিজেও বিষয়টি পুরোপুরি উড়িয়ে দেননি। গণমাধ্যমকে তিনি জানিয়েছেন, প্রাথমিকভাবে কথা হয়েছে ঠিকই, তবে শুটিংয়ের সময়সূচি ও অন্যান্য প্রস্তুতি চূড়ান্ত না হওয়া পর্যন্ত নিশ্চিত করে কিছু বলা সম্ভব নয়। সব ঠিকঠাক হলে প্রযোজনা প্রতিষ্ঠান থেকেই আনুষ্ঠানিক ঘোষণা আসবে।

‘জীবন অপেরা’ নিয়ে আগ্রহের আরেকটি কারণ এর গল্প। পরিচালক আলভী আহমেদের লেখা একই নামের উপন্যাস ইতোমধ্যে পাঠকপ্রিয়তা পেয়েছে। উপন্যাসের কেন্দ্রীয় চরিত্র রফিক— যার জীবনে বাস্তবতা ও কল্পনার দুই ভিন্ন জগত পাশাপাশি চলতে থাকে। তার প্রথম প্রেম শারমিনের সঙ্গে সম্পর্কের টানাপোড়েন, সিদ্ধান্তের দ্বন্দ্ব আর আবেগের ওঠানামা— সব মিলিয়ে গল্পটি বেশ সংবেদনশীল ও গভীর। প্রেম, মানবিকতা আর জীবনের জটিল বাস্তবতা মিলেমিশে আছে এই কাহিনিতে।

যদি সত্যিই এই উপন্যাসের চলচ্চিত্র রূপে রাজ– মিম জুটি আবার একসঙ্গে হন, তবে দর্শক পেতে পারেন আরেকটি আবেগঘন প্রেমকাহিনি। ‘পরাণ’-এর পর এই জুটি যে প্রত্যাশার মানদণ্ড তৈরি করেছে, ‘জীবন অপেরা’ তা আরও এক ধাপ এগিয়ে নিতে পারে— এমনটাই ভাবছেন ভক্তরা।

সারাবাংলা/এফএন/এএসজি
বিজ্ঞাপন

সুন্দরবন থেকে ২ জেলেকে অপহরণ
১১ জানুয়ারি ২০২৬ ২১:৪৭

আরো

সম্পর্কিত খবর