ঢাকা: ২৪তম ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের পর্দায় এবার আসছে এক অভিনব চলচ্চিত্র। দেশের রাজনৈতিক প্রেক্ষাপটকে কেন্দ্র করে পরিচালক আকাশ হক নির্মাণ করেছেন রাজনৈতিক স্যাটায়ারধর্মী চলচ্চিত্র ‘দ্যা ইউনিভার্সিটি অব চানখাঁরপুল’।
রোববার (১১ জানুয়ারি) এ চলচ্চিত্রের অন্যতম অভিনেতা ববি বিশ্বাস সারাবাংলাকে এ তথ্য জানান।
তিনি আরও জানান, চলচ্চিত্রটি ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের বাংলাদেশ প্যানারোমা বিভাগের পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র শাখায় প্রদর্শনের জন্য নির্বাচিত হয়েছে। ইতিমধ্যেই চলচ্চিত্রটির থিম সং ‘সহমত ভাই’ গানটি সিনেমার ফেসবুক পেজ ও প্রযোজনা সংস্থা ‘দা বি টিম’র ইউটিউব চ্যানেলে প্রকাশিত হয়েছে। গানটি প্রকাশ হওয়ার পরপরই দর্শকদের কাছ থেকে ব্যাপক সাড়া পাচ্ছে।
‘দা ইউনিভার্সিটি অব চানখাঁরপুল’ চলচ্চিত্রটি সমাজে বিদ্যমান রাজনৈতিক ও সামাজিক দিককে তুলে ধরার একটা প্রয়াস। এই চলচ্চিত্রের মাধ্যমে এবার বড় পর্দায় অভিষেক করতে যাচ্ছে একগাদা নতুন মুখ বলেও তিনি জানান।
চলচ্চিত্রটির প্রধান কয়েকটি চরিত্রে অভিনয় করেছেন- দেবদ্যুতি আইচ, রকি খান, ববি বিশ্বাস। আরও আছেন চয়ন মন্ডল, আবু সায়ীদ, ইফাদ হাসান ও এস এ জীবন। এবং একটি বিশেষ চরিত্রে অভিনয় করেছেন সাহিত্যিক ও কবি আক্তারুজ্জামান আজাদ।
আকাশ হক পরিচালিত ‘দা ইউনিভার্সিটি অব চানখাঁরপুল’ চলচ্চিত্রটির ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের প্রধান ভ্যানু জাতীয় জাদুঘরে ১৬ তারিখ সন্ধ্যা সাতটায় ওয়ার্ল্ড প্রিমিয়ার অনুষ্ঠিত হবে। এরপর দেশব্যাপী প্রেক্ষাগৃহে মুক্তির তারিখ ঘোষণা করা হবে।
‘দ্য ইউনিভার্সিটি অব চানখাঁরপুর’ একটি রাজনৈতিক স্যাটায়ার চলচ্চিত্র, যার গল্প ও পরিচালনায় রয়েছেন হক। ছবিটি বাংলাদেশের বিশ্ববিদ্যালয়ভিত্তিক রাজনীতির সংস্কৃতিকে স্যাটায়ার–এর মাধ্যমে তুলে ধরেছে।
এ চলচ্চিত্রের সঙ্গে যুক্ত ঢাবি শিক্ষার্থী শাকিরা তামান্না বলেন, ‘‘এই ছবির অধিকাংশ চরিত্রে অভিনয় করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের নাট্যকলা বিভাগের শিক্ষার্থীরা। চলচ্চিত্রটির প্রধান চরিত্রে অভিনয় করেছেন দেবদ্যুতি আইচ। সম্প্রতি চলচ্চিত্রটির একটি গান প্রকাশ পেয়েছে। গানটির শিল্পী তাবিব মাহমুদ। র্যাপ ঘরানার এই গানটির শিরোনাম ‘সহমত ভাই’।’’