Monday 12 Jan 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

তৃপ্তি দিমরি: চোখের কোণে এক রহস্যময়ী!

এন্টারটেইনমেন্ট ডেস্ক
১২ জানুয়ারি ২০২৬ ১৭:৩৪

বলিউডে নতুন কিছু খুঁজছেন? তবে একটু থামুন, চোখের কোণ দিয়ে দেখতে হবে তৃপ্তি দিমরিকে। সম্প্রতি মুক্তিপ্রাপ্ত টিজারেই দর্শকদের মন ছুঁয়ে গেছে এই প্রতিভাবান অভিনেত্রীর উপস্থিতি। বিশাল ভরদ্বাজের পরিচালনায় এবং শাহিদ কাপুরের বিপরীতে তিনি ‘ও’ রোমিও’-তে আছেন, যেখানে তার চরিত্র কেবল প্রেমের নয়, রহস্য এবং নীরব যন্ত্রণারও দিক তুলে ধরেছে।

টিজারের মাত্র কয়েক সেকেন্ডের দৃশ্যে তৃপ্তির চোখে-মুখে ফুটে ওঠা আবেগ দর্শকদের কৌতূহল আরও বাড়িয়েছে। একজন নির্যাতিত প্রেমিকা হিসেবে তার চরিত্র, নায়কের প্রতি ভালোবাসার গভীরতা এবং প্রতিশোধের পথে তার প্রভাব— সবই গল্পের আবেগিক কেন্দ্রবিন্দু।

বিজ্ঞাপন

তৃপ্তি দিমরি এর আগে ‘বুলবুল’, ‘কলা’ ও ‘কিউএলএম’-এ ভিন্নধর্মী চরিত্রে অভিনয় করে নিজের দক্ষতা প্রমাণ করেছেন। বিশেষজ্ঞরা মনে করছেন, ‘ও’ রোমিও’ তার ক্যারিয়ারের আরেকটি চ্যালেঞ্জিং এবং গুরুত্বপূর্ণ প্রজেক্ট হবে।

শাহিদ কাপুর এবং বিশাল ভরদ্বাজের এটি চতুর্থ যৌথ প্রজেক্ট। ছবিতে আরও অভিনয় করেছেন অবিনাশ তিওয়ারি, ফরিদা জালাল, নানা পাটেকার এবং দিশা পাটানি। সিনেমাটি মুক্তির অপেক্ষায় রয়েছে আগামী ১৩ ফেব্রুয়ারি।

যাদের সিনেমা মানে শুধু গল্প নয়, চরিত্রের আবেগ ও অন্তর্দৃষ্টি—তাদের জন্য তৃপ্তি দিমরির এই রহস্যময়ী উপস্থিতি এক অনন্য দর্শন। হয়তো এই সিনেমা আমাদের মনে করিয়ে দেবে, কখনও কখনও একাধিক আবেগ এক চোখের ঝলকেই প্রতিফলিত হয়।

সারাবাংলা/এফএন/এএসজি
বিজ্ঞাপন

‘আত্মহত্যা করতে চেয়েছিলাম’
১২ জানুয়ারি ২০২৬ ১৯:৩৩

আরো

সম্পর্কিত খবর