Monday 12 Jan 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

হৃত্বিকের জন্মদিনে ‘কৃশ ৪’-এর আভাস

এন্টারটেইনমেন্ট ডেস্ক
১২ জানুয়ারি ২০২৬ ১৮:৩৩

বলিউডে হৃত্বিক রোশনের জনপ্রিয়তা এমন এক জায়গায় পৌঁছেছে, যেখানে তার এক ছোট ইঙ্গিতও মুহূর্তের মধ্যে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায়। সম্প্রতি ঠিক তাই হয়েছে, যখন হৃত্বিক ৫২ বছরে পা রেখেছেন এবং নিজের জন্মদিনে ‘কৃশ ৪’-এর দিকে ইঙ্গিত দিয়েছেন।

শনিবার (১০ জানুয়ারি) জন্মদিন উপলক্ষে হৃত্বিক নিজের শরীরচর্চার ভিডিও শেয়ার করেন। ভিডিওতে জিমের পোশাকে ব্যস্ত অভিনেতাকে দেখা গেল, কিন্তু আসল মজা হলো ব্যাকগ্রাউন্ডে বাজতে থাকা ‘কৃশ’-এর জনপ্রিয় গান ‘দিল না দিয়া’। আর ভিডিওর শেষের দিকে হৃত্বিক ক্যামেরার দিকে তুলে ধরলেন ‘কৃশ’-এর আইকনিক মাস্ক। যদিও কোনো আনুষ্ঠানিক ঘোষণা নেই, ভক্তরা মনে করছেন, নতুন সিক্যুয়েলের ইঙ্গিতই এটি।

বিজ্ঞাপন

গত বছর থেকেই ‘কৃশ ৪’ নিয়ে জল্পনা চলছে। চিত্রনাট্য প্রস্তুত থাকলেও মূল সমস্যা ছিল বাজেট। তবে এবার যশরাজ ফিল্মসের সঙ্গে যৌথভাবে সিনেমা নির্মাণ করা হবে, এবং সব দিক ঠিক থাকলে শুটিং শুরু হতে পারে শীঘ্রই।

এবারের ‘কৃশ ৪’-এ হৃত্বিক একাধিক চরিত্রে অভিনয় করবেন—যা ভক্তদের জন্য আরও উত্তেজনার কারণ। সোশ্যাল মিডিয়ায় হৃত্বিকের ভিডিওটি মুহূর্তেই ভাইরাল হয়েছে। নেটিজেনরা লিখেছেন, ‘হৃত্বিক শুধু একজন সুপারহিরো নন, বরং তিনি নিজেই এক জন ইন্সপিরেশন।’

‘কৃশ’ ফ্র্যাঞ্চাইজির প্রতি ভক্তদের আবেগ এতই গভীর যে, হৃত্বিকের একটি ছোট্ট ভিডিও বা ইঙ্গিতই তাদের মুখে হাসি ফোটাতে যথেষ্ট। আর এই জন্মদিনের ছোট্ট অঙ্গীকারই তাদের জন্য ‘কৃশ’-এর নতুন যাত্রার প্রারম্ভ বলে মনে হচ্ছে।

ভক্তদের প্রতিক্রিয়া…

‘হৃত্বিক আবার কৃশ হয়ে ফিরে আসছেন—আমরা প্রস্তুত!’
‘মাস্কটি দেখেই তো মনে হচ্ছে, এক নতুন অ্যাডভেঞ্চার শুরু হতে চলেছে।’
‘কৃপা করে বলুন, কৃশ ৪ শীঘ্রই আসবে কি না?’

সবার আগ্রহ একটাই— কবে দেখা যাবে হৃত্বিকের নতুন সুপারহিরো অ্যাডভেঞ্চার, এবং কীভাবে তিনি এবার একাধিক চরিত্রে আমাদের মুগ্ধ করবেন।

সারাবাংলা/এফএন/এএসজি
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর