বিশ্ব বিনোদনের সবচেয়ে মর্যাদাপূর্ণ আসরগুলোর অন্যতম গোল্ডেন গ্লোব অ্যাওয়ার্ডস। আর সেই জমকালো মঞ্চে এবার ইতিহাসের পাতায় নাম লেখালেন মাত্র ১৬ বছর বয়সী কিশোর অভিনেতা ওয়েন কুপার। জনপ্রিয় সিরিজ ‘অ্যাডোলেসেন্স’-এ জাদুকরী অভিনয়ের স্বীকৃতিস্বরূপ ৮৩তম গোল্ডেন গ্লোব আসরে সেরা সহ-অভিনেতার (টেলিভিশন) পুরস্কার জিতে নজির গড়েছেন এই জেন-জি তারকা। লস অ্যাঞ্জেলেসের চোখধাঁধানো আয়োজনে যখন সঞ্চালক নিকি গ্লেজার বিজয়ী হিসেবে ওয়েনের নাম ঘোষণা করেন, তখন পুরো মিলনায়তন করতালিতে মুখরিত হয়ে ওঠে।
টেলিভিশন ক্যাটাগরিতে সর্বকনিষ্ঠ সহ-অভিনেতা হিসেবে এই ট্রফি গ্রহণ করে ওয়েন কুপার এখন বিশ্বজুড়ে আলোচনার কেন্দ্রে। সামগ্রিক ইতিহাসে তিনি দ্বিতীয় সর্বকনিষ্ঠ হলেও সহ-অভিনেতা হিসেবে তার এই অর্জন অনন্য। এর আগে ১৯৮০ সালে মাত্র ৯ বছর বয়সে রিকি শ্রোডার রেকর্ড গড়েছিলেন, তবে ওয়েন কুপার বর্তমান সময়ের প্রেক্ষাপটে কিশোর অভিনেতাদের মধ্যে শ্রেষ্ঠত্বের নতুন মানদণ্ড তৈরি করলেন। গোল্ডেন গ্লোবের আগে একই চরিত্রের জন্য ৭৭তম এমি অ্যাওয়ার্ডসও নিজের ঝুলিতে ভরেছিলেন এই প্রতিভাধর কিশোর।
পুরস্কার হাতে মঞ্চে দাঁড়িয়ে আবেগ সামলাতে পারেননি ওয়েন। হাজারো গুণী মানুষের সামনে নিজের শৈশব ও সংগ্রামের কথা স্মরণ করে তিনি বলেন, এই মুহূর্তটি তার কাছে অবিশ্বাস্য। নিজের অভিনয় জীবনের শুরুর দিকের একটি মজার স্মৃতি শেয়ার করে তিনি জানান, একসময় স্কুলের ড্রামা ক্লাসে তিনি ছিলেন একমাত্র ছেলে, যা তাকে বেশ বিব্রত করত। কিন্তু সেই সংকোচ কাটিয়ে আজ তিনি বিশ্বের সেরা মঞ্চে দাঁড়িয়ে তার সহকর্মীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছেন। তার এই দীর্ঘ যাত্রায় পরিবারের অদম্য সমর্থনের কথা বলতেও ভুলেননি তিনি।
নেটফ্লিক্সের লিমিটেড সিরিজ ‘অ্যাডোলেসেন্স’-এ ‘জেমি মিলার’ চরিত্রটি যেন ওয়েনের জন্যই তৈরি হয়েছিল। তার অনবদ্য পারফরম্যান্সের কারণেই সিরিজটি কেবল ব্যক্তিগত পুরস্কারই নয়, বরং সেরা লিমিটেড সিরিজ হিসেবেও গোল্ডেন গ্লোব জয় করেছে। পর্দার সেই জেমি মিলার আজ বাস্তব জীবনে কোটি তরুণ ও কিশোরের অনুপ্রেরণা। বিশ্বখ্যাত নির্মাতারাও এখন এই খুদে জাদুকরকে নিয়ে নতুন করে স্বপ্ন দেখছেন।
ওয়েন কুপারের এই অগ্রযাত্রা এখানেই থেমে থাকছে না। সাফল্যের জোয়ারে ভাসতে ভাসতেই তিনি নাম লিখিয়েছেন ‘ফিল্ম ক্লাব’ এবং ‘উদারিং হাইটস’-এর মতো বড় বাজেটের আন্তর্জাতিক প্রজেক্টে। একের পর এক ইতিহাস গড়া এই কিশোর অভিনেতা জানান দিচ্ছে, বিশ্ব সিনেমার ভবিষ্যৎ এখন তার মতো মেধাবীদের হাতেই নিরাপদ। বিনোদন দুনিয়ার বোদ্ধারা মনে করছেন, গোল্ডেন গ্লোবের এই সোনালি ট্রফি ওয়েন কুপারের দীর্ঘ ও সফল ক্যারিয়ারের একটি রঙিন শুরু মাত্র।