Tuesday 13 Jan 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

তৃপ্তি দিমরি ও স্যাম মার্চেন্ট: বলিউডের নতুন ‘ক্যাপল গসিপ’

এন্টারটেইনমেন্ট ডেস্ক
১৩ জানুয়ারি ২০২৬ ১৮:২৭ | আপডেট: ১৩ জানুয়ারি ২০২৬ ১৮:২৯

বলিউডের গসিপ জগতে নতুন এক গল্প ধরা দিল মুম্বাই থেকে। দীর্ঘদিন ধরেই শোনা যাচ্ছিল, বলিউডের জনপ্রিয় অভিনেত্রী তৃপ্তি দিমরি এখন ভারতীয় ব্যবসায়ী স্যাম মার্চেন্টের প্রেমে মগ্ন। এবার সেই গুঞ্জন প্রায় নিশ্চিত হয়ে গেছে। সম্প্রতি মুম্বাইয়ের একটি অনুষ্ঠানে তৃপ্তিকে দেখা গেছে কথিত প্রেমিকের সঙ্গে উপস্থিত হতে।

সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, তৃপ্তিকে স্কুটারে করে অনুষ্ঠানে পৌঁছে দিচ্ছেন স্যাম, এরপর দ্রুত স্থান ত্যাগ করছেন। অনুষ্ঠানে তৃপ্তি ছিলেন কালো পোশাকে, সঙ্গে গাঢ় রঙের ডেনিম জ্যাকেট। আর স্যামের পোশাকও কালো টি-শার্টে ছিল। ছোট ছোট এই মুহূর্তগুলোই ভক্তদের কৌতূহল উসকে দিয়েছে।

বিজ্ঞাপন

তৃপ্তি দিমরির প্রেমজীবনের আগের গল্পও কম উত্তেজনাপূর্ণ নয়। ২০২২ সালে অনুষ্কা শর্মার ভাই কর্নেশ শর্মার সঙ্গে সম্পর্ক শেষ হওয়ার পরই তার ঘনিষ্ঠতা বেড়েছে স্যামের সঙ্গে। যদিও এখনো পর্যন্ত কেউ প্রকাশ্যে এই সম্পর্কের বিষয়ে মন্তব্য করেননি।

চলচ্চিত্র জগতে তৃপ্তির যাত্রা তেমন থেমে নেই। ২০২৪ সালে মুক্তিপ্রাপ্ত ‘ধাড়ক ২’ ছবিতে তার অভিনয় দর্শকদের মনে জাগিয়ে তুলেছিল। এবার তাকে দেখা যাবে শহীদ কাপুরের সঙ্গে নতুন সিনেমা ’ও রোমিও’তে, যেখানে অভিনয় করেছেন নানা পাটেকার, দিশা পাটানি, বিক্রান্ত ম্যাসি, তামান্না ভাটিয়া ও অবিনাশ তিওয়ারির মতো তারকারা।

বলিউডের নতুন ‘ক্যাপল’ হিসেবে এই জুটির কেমন রাস্তা চলবে, সেটা সময়ই দেখাবে। কিন্তু ফ্যানরা ইতিমধ্যেই তাদের রোমান্টিক মুহূর্তগুলো উদযাপন করতে শুরু করেছেন। সোশ্যাল মিডিয়ায় #TruptiAndSam হ্যাশট্যাগ দিয়ে শুরু হয়েছে নতুন এক ট্রেন্ড।
যেখানে সিনেমা, গসিপ আর ফ্যাশন একসাথে মিশেছে, সেখানে তৃপ্তি দিমরি এবং স্যাম মার্চেন্টের গল্প বিনোদনপ্রেমীদের জন্য আরও এক নতুন আলোচনার বিষয় হয়ে উঠেছে।

সারাবাংলা/এফএন/এএসজি
বিজ্ঞাপন

বসন্তের ছোঁয়ায় বুবলী
১৩ জানুয়ারি ২০২৬ ২০:২৫

আরো

সম্পর্কিত খবর