দেশের সবচেয়ে বড় ও মর্যাদাপূর্ণ চলচ্চিত্র আয়োজন চতুর্বিংশ ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব (ডিআইএফএফ)-এর পর্দা শনিবার (১০ জানুয়ারি) উঠেছে। রেইনবো চলচ্চিত্র সংসদের উদ্যোগে ১০ থেকে ১৮ জানুয়ারি পর্যন্ত ৯ দিনব্যাপী এই উৎসবে দেশ-বিদেশের মোট ২৪৫টি চলচ্চিত্র প্রদর্শিত হবে।
বাংলাদেশ প্যানারোমা বিভাগের অংশ হিসেবে প্রদর্শিত হয়েছে সোহেল রানা বয়াতির নির্মিত পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র ‘নয়া মানুষ’। প্রথম প্রদর্শনী অনুষ্ঠিত হয় জাতীয় জাদুঘরের মূল মিলনায়তনে, আর দ্বিতীয় প্রদর্শনী হবে কক্সবাজার সমুদ্র সৈকতের লাবনি পয়েন্টে ১৭ জানুয়ারি।
চলচ্চিত্রের প্রধান অভিনেতা রওনক হাসান জানান, ‘নয়া মানুষ’ আমার জন্য ভিন্ন আবেগের। সম্প্রতি চলচ্চিত্রটি বিএফডিএ অ্যাওয়ার্ডে ১৪ ক্যাটাগরির মধ্যে ১১টিতে মনোনয়ন পেয়েছে এবং সেরা অভিনেতা ও চিত্রনাট্যকার হিসেবে পুরস্কার লাভ করেছি। আমি যৌথভাবে শাকিব খানের সঙ্গে সেরা অভিনেতার পুরস্কার পেয়েছি। এটি সত্যিই গর্বের মুহূর্ত।’
নির্মাতা সোহেল রানা বয়াতি বলেন, ‘নয়া মানুষ সমাজে চলমান বৈষম্য, ধর্মীয় বিভেদ ও অন্যায়ের বিরুদ্ধে কথা বলে। আমাদের উদ্দেশ্য চলচ্চিত্রটি সাধারণ দর্শকের কাছে পৌঁছে দেওয়া, যাতে দর্শকরা সিনেমার মাধ্যমে সমাজের প্রতিচ্ছবি দেখার সুযোগ পান।’
আ. মা. ম. হাসানুজ্জামানের ‘বেদনার বালচরে’ উপন্যাস অবলম্বনে মাসুম রেজার সংলাপ ও চিত্রনাট্যে নির্মিত এই চলচ্চিত্রে অভিনয় করেছেন রওনক হাসান, মৌসুমী হামিদ, আশিস খন্দকার, ঝুনা চৌধুরী, শিখা কর্মকার, নিলুফার ওয়াহিদ, বদরুদ্দোজা, মাহিন রহমান, নাজমুল হোসেন, স্মরণ সাহা, সানজানা মেহরান ও শিশু শিল্পী ঊষশী।
‘নয়া মানুষ’ শুধু একটি চলচ্চিত্র নয়, এটি সামাজিক সচেতনতা ও মানবিক মূল্যবোধের প্রতিফলন। দর্শকরা আশা করছেন, এই চলচ্চিত্র তাদের চিন্তাভাবনায় নতুন দিগন্তের সূচনা করবে।