বলিউডে নায়িকাদের রেষারেষি নতুন কিছু নয়। কিন্তু সম্প্রতি আলিয়া ভাট এবং অনন্যা পাণ্ডের ‘নতুন বিবাদ’ আবারো আলোচনায় এসেছে। বিষয়টি শুরু হয় ইয়ামি গৌতম অভিনীত নতুন সিনেমা হক নিয়ে।
সামাজিক যোগাযোগ মাধ্যমে আলিয়া ইয়ামির প্রশংসা জানিয়ে একটি পোস্ট করেন। নেটিজেনরা যেমন প্রশংসা উপভোগ করেছেন, তেমনই অনেকেই আলিয়াকে ‘সুযোগসন্ধানী’ বলে আখ্যায়িত করেছেন। আর ঠিক সেই সময়ে অনন্যা পাণ্ডে একটি নেতিবাচক মন্তব্যে লাইক দেন— যা ভক্তদের নজর কাড়ে এবং আলোচনার জন্ম দেয়।
আলিয়া আর অনন্যার অতীত সুসম্পর্ক থাকলেও, এই ছোট্ট সামাজিক যোগাযোগ মাধ্যমের লাফালাফি দুই নায়িকার মধ্যে টানাপোড়েনের গুঞ্জন ছড়িয়ে দেয়। বিশেষত নেটিজেনরা যেভাবে প্রতিটি ইঙ্গিত বিশ্লেষণ করছেন, তাতে বিষয়টি স্বাভাবিকভাবেই বিতর্কের রূপ নিয়েছে।
এখনও পর্যন্ত উভয় নায়িকার টিমের পক্ষ থেকে কোনো মন্তব্য আসেনি। ফলে ভক্তরা শুধু অনুমানেই সন্তুষ্ট থাকছেন। তবে বলিউডের ফ্যানরা একে ‘সোশ্যাল মিডিয়া মিসকমিউনিকেশন’ হিসেবেও দেখছেন।
কিছু ভক্ত মনে করছেন, এই ধরনের ছোটখাটো বিতর্কই অনেক সময় নায়িকাদের সোশ্যাল মিডিয়াতে আলোচনায় রাখতে সাহায্য করে। আবার অন্যরা বলছেন, ‘প্রশংসা করার স্বাভাবিক কাজকেই অনেকেই নেতিবাচকভাবে নেন’।
বলিউডে বন্ধুত্ব, রেষারেষি আর সোশ্যাল মিডিয়ার মেলবন্ধন— সবই মিলিয়ে ফ্যানদের জন্য বিনোদনের নতুন চক্র সৃষ্টি করছে। আলিয়া-অনন্যার এই ছোট্ট বিবাদ হয়তো খুব শিগগিরই মিটে যাবে, কিন্তু ভক্তদের জন্য এটি অবশ্যই আলোচনার বিষয়।