‘দ্য গুড দ্য ব্যাড অ্যান্ড দ্য আগলি’
১৮ জুলাই ২০১৮ ১২:৩৬
এন্টারটেইনমেন্ট করেসপন্ডেন্ট ।।
তিনটি চরিত্র। গুড, ব্যাড অ্যান্ড আগলি। হ্যাঁ, এ যেন আমাদের চারপাশের রূপ। এই তিন চরিত্র দিয়ে নির্মাতা অনিমেষ আইচ ফুটিয়ে তোলার চেষ্টা করছেন আমাদের বর্তমান আর বাস্তবতাকে।
‘দ্য গুড দ্য ব্যাড অ্যান্ড দ্য আগলি’ একটি ধারাবাহিক নাটকের নাম। নাম শুনেই বোঝা যাচ্ছে নাটকটিতে এমন তিনটি চরিত্র আছে যেসব চরিত্রের সঙ্গে আমাদের প্রাত্যহিক জীবনে প্রতিনিয়ত দেখা হয়। চেনা এই চরিত্র তিনটিতে অভিনয় করেছেন জয়ন্ত চট্টপাধ্যায়, ফারুক আহমেদ এবং ডাঃ এজাজুল ইসলাম।
নির্মাতা অনিমেষ আইচ জানাচ্ছেন, নাটকটি কমেডি ঘরানার। হাস্যরসের মাধ্যমেই তুলে ধরা হবে সমাজের কঠিন সত্য। এরমধ্যেই দেয়া হবে প্রয়োজনীয় বার্তা।
পাঁচ থেকে আট পর্বের মধ্যে বলা হবে একেকটি গল্প। তারপর আবার শুরু হবে নতুন গল্প। তবে মূল তিন চরিত্র ‘দ্য গুড দ্য ব্যাড অ্যান্ড দ্য আগলি’ থাকবে অপরিবর্তিত।
১৯ জুলাই (বৃহস্পতিবার) থেকে নাটকটি বাংলাভিশনে প্রচার শুরু হবে, সপ্তাহের বৃহস্পতি থেকে শনিবার রাত ৮টা ১৫ মিনিটে। ‘দ্য গুড দ্য ব্যাড অ্যন্ড দ্য আগলি’ রচনা ও পরিচালনা করছেন অনিমেষ আইচ।
সারাবাংলা/পিএম/পিএ