Monday 19 Jan 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

কেন হঠাৎ ২০১৬-তে ফিরে যাচ্ছেন পাকিস্তানের তারকারা?

এন্টারটেইনমেন্ট ডেস্ক
১৯ জানুয়ারি ২০২৬ ১৯:০১

সোশ্যাল মিডিয়ার টাইমলাইন খুললেই মনে হচ্ছে সময় যেন হঠাৎ পিছিয়ে গেছে। স্মার্টফোনের স্ক্রল থামতেই চোখে পড়ছে পুরোনো ছবি, চেনা ফ্যাশন, এক দশক আগের হাসি— পাকিস্তানের তারকারা যেন দল বেঁধে ফিরে যাচ্ছেন ২০১৬ সালে। সঙ্গে ভাসছে একরাশ নস্টালজিয়া।

এই ট্রেন্ডে শুধু তারকারাই নন, সাধারণ মানুষও মেতেছেন পুরোনো স্মৃতির খোঁজে। কেউ শেয়ার করছেন বিশ্ববিদ্যালয় জীবনের ছবি, কেউ প্রথম কাজের দিন, কেউ বা পরিবারের সঙ্গে কাটানো একসময়কার সুখের মুহূর্ত। দশ বছর আগের সেই দিনগুলো যেন আবার নতুন করে প্রাণ পাচ্ছে অনলাইন ফিডে।

অভিনেত্রী হিরা মানি শেয়ার করেছেন ২০১৬ সালের কিছু পারিবারিক ও ভ্রমণের ছবি। গোলাকার রোদচশমা, হালকা সাজ আর স্বাভাবিক হাসিতে ধরা দিয়েছে এক ভিন্ন হিরা—যিনি আজকের ব্যস্ততার বাইরে ছিলেন অনেক বেশি নির্ভার। ছবিগুলো দেখে অনেকেই লিখছেন, ‘সেই সময়টাই ছিল সবচেয়ে সুন্দর।’

বিজ্ঞাপন

অন্যদিকে ঝালায় সরহাদি যেন খুলে বসেছেন স্মৃতির অ্যালবাম। কখনো মডেল, কখনো উপস্থাপক, কখনো অভিনেত্রী—তার পোস্টগুলো যেন মনে করিয়ে দিচ্ছে একসঙ্গে থাকার দিনগুলোর কথা। তার ক্যাপশনের একটি লাইনই যথেষ্ট— ‘এত মানুষ, এত একসঙ্গে থাকা।’ এই এক লাইনের মাঝেই যেন লুকিয়ে আছে পুরো এক যুগের দীর্ঘশ্বাস।

অভিনেতা আজফার রহমান ফিরে তাকিয়েছেন নিজের কর্মব্যস্ত ২০১৬ সালের দিকে। কাজের চাপ, দৌড়ঝাঁপ আর স্বপ্ন পূরণের লড়াই—সবই জায়গা পেয়েছে তার শেয়ার করা ছবিতে।

গায়ক তাহা জি-র কাছে ২০১৬ শুধু স্মৃতি নয়, জীবন বদলে দেওয়া এক বছর। ওই বছরই তিনি বিশ্ববিদ্যালয় ছেড়ে সংগীতকে পেশা হিসেবে বেছে নেন। স্মৃতিচারণায় তার লেখা— ‘২০১৬ সালের তাহা কখনো ভাবতেই পারেনি ২০২৬ সালের তাহাকে।’ এই বাক্যটিই হয়তো পুরো ট্রেন্ডের মর্মার্থ ধরে রাখে—সময় বদলায়, মানুষ বদলায়, কিন্তু স্মৃতি থেকে যায়।

আর উরওয়া হোকেনের ২০১৬ মানেই ভ্রমণ। তার শেয়ার করা ছবিগুলোতে ধরা পড়েছে ঘুরে বেড়ানোর স্বাধীনতা, অচেনা শহরের আনন্দ আর নিজেকে খুঁজে পাওয়ার গল্প।

দ্রুত বদলে যাওয়া জীবন আর অতিরিক্ত ডিজিটাল ব্যস্ততার মাঝেই মানুষ খোঁজে এক ধরনের মানসিক আশ্রয়। ২০১৬—অনেকের কাছে ছিল তুলনামূলক সহজ, কম চাপের, কম জটিল এক সময়। তাই হয়তো এই ফিরে তাকানো।

এই ট্রেন্ড কারও কাছে আনন্দের, আবার কারও কাছে ভারী। কেউ খুঁজে পান হারিয়ে যাওয়া মানুষকে, কেউ বা হারিয়ে যাওয়া নিজেকেই।

সারাবাংলা/এফএন/এএসজি
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর