শুরু হতে যাচ্ছে দুরন্ত টিভির ৩৪তম সিজন। এই সিজনে থাকছে নতুন অনুষ্ঠান – দুরন্ত মেধাবী, কার্টুন সিরিজ -জিগি অ্যান্ড দ্য জুট্রাম, ভিক দ্য ভাইকিং, হাইডি, ট্রি ফু টম, বিগ অ্যান্ড স্মল, মীয়া অ্যান্ড মি, দ্য স্মার্ফস, PINY ইন্সটিটিউট অফ নিউইয়র্ক, কোকোনাট দ্য লিটল ড্রাগন, মায়া দ্য বী, ল্যাসি, নাটক – এলাটিং বেলাটিং ও পাপেট নাটক – বর্ণমালার ঘর, অবাক করা গাছের দেশে, অনুষ্ঠান – কাট্টুস কুট্টুস, দুরন্ত সময় ও দুরন্ত স্বাস্থ্য দুরন্ত মন। এর পাশাপাশি দুরন্ত সিনেমা সময়ে প্রচারিত হবে দেশি, বিদেশী নানান জনপ্রিয় সিনেমা।
কুইজ শো ‘দুরন্ত মেধাবী’
সারাদেশ থেকে বাছাই করা মেধাবী বন্ধুদের অংশগ্রহণে জমজমাট হয়ে উঠেছে অনুষ্ঠানটির ২৬টি পর্ব। অনুষ্ঠানটিতে প্রতিযোগীদের ৫টি চ্যালেঞ্জিং রাউন্ডের মুখোমুখি হতে হয়। প্রতিটি রাউন্ডে তিনটি প্রশ্ন। মেধা, বুদ্ধি ও ধাঁধার সেসব প্রশ্নের চ্যালেঞ্জ জিতলেই থাকছে আকর্ষণীয় পুরস্কার ও পরের রাউন্ড খেলার সুযোগ। মূল আকর্ষণ মেগা পুরস্কার, যা জিততে প্রতিযোগীদের চূড়ান্ত রাউন্ডে খেলতে হবে ‘হাই রিস্ক’ নিয়ে। কুইজের চ্যালেঞ্জ ছাড়াও অনুষ্ঠানটিতে আছে প্রতিযোগীদের মজার মজার সব গল্প।

কুইজ শো ‘দুরন্ত মেধাবী’
‘দুরন্ত মেধাবী’ পরিচালনা করেছেন জামাল হোসেন আবির এবং সঞ্চালনা করেছেন পার্থ প্রতিম হালদার। অনুষ্ঠানটি প্রচারিত হবে ৩০ জানুয়ারি থেকে প্রতি শুক্র ও শনিবার দুপুর ১২টায় ও রাত ৯টায়।
বর্ণমালার ঘর
আবার আসছে ‘বর্ণমালার ঘর’। একটি পাপেট পরিবার আর তাদের আশেপাশের কিছু মানুষ চরিত্র নিয়ে এই ধারাবাহিকের গল্প। গল্পে দেখানো প্রতিদিনের নানান ঘটনার মধ্য দিয়ে শিশুরা জানে বাংলা বর্ণমালা। এছাড়াও আছে গল্পে গল্পে বর্ণমালা নিয়ে মজার মজার গান, অ্যানিমেশন আর অক্ষর দিয়ে অরিগ্যামি। পাপেটরা ছাড়াও এখানে অভিনয় করেছেন সৈয়দ হাসান ইমাম, চিত্রলেখা গুহ, আনন্দ খালেদ, আনোয়ারুল আলম সজল ও রোকসানা রুমা।
অনুষ্ঠানটি পরিচালনা করেছেন পার্থ প্রতিম হালদার ও জামাল হোসেন আবির। ‘বর্ণমালার ঘর’ অনুষ্ঠানটির প্রচার শুরু হবে ২৫ জানুয়ারি, রবিবার থেকে বৃহস্পতিবার দুপুর ১টা ৩০ মিনিটে ও রাত ৯টা ৩০ মিনিটে।
মীয়া অ্যান্ড মি
কিশোরী মীয়া জন্মদিনে বাবার কাছ থেকে পায় জাদুকরী ক্ষমতার রূপকথার বই আর একটি ব্রেসলেট। বইটি পড়ে সে জানতে পারে পরীর রাজ্য সেন্টোপিয়া সম্পর্কে। ব্রেসলেটটির সাহায্যে মীয়া চলেও যেতে পারে সেন্টোপিয়া রাজ্যে। সেখানে তার বন্ধুত্ব হয় ফুডেল, ইউকো এবং রাজপুত্র মো’র সাথে। সেন্টোপিয়ায় আরো থাকে গারগোনা নামের এক দুষ্টু ডাইনী। সেন্টোপিয়ায় মীয়ার বিচিত্র সব দুঃসাহসিক অভিযানের গল্প নিয়ে কার্টুন সিরিজ ‘মীয়া অ্যান্ড মি’। ‘মীয়া অ্যান্ড মি’, শুরু হচ্ছে ২৫ জানুয়ারি, রবি থেকে বৃহস্পতিবার দুপুর ২টায় ও সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে।

কার্টুন সিরিজ ‘মীয়া অ্যান্ড মি’
জিগি অ্যান্ড দ্য জুট্রাম
কিছু প্রাণীর একটি দল প্রতিদিন ট্রামে চড়ে বন থেকে চিড়িয়াখানায় আসে। এই দলে আছে হাতি, জিরাফ, ভালুক, পেঙ্গুইনসহ বিভিন্ন রকমের জীবজন্তু। চিড়িয়াখানায় যাওয়ার পথে প্রতিদিন তারা নিত্যনতুন ঝামেলার মুখোমুখি হয়। কিন্তু সবাই একসাথে কাজ করে ঝামেলা মিটিয়ে ঠিকই চিড়িয়াখানায় পৌঁছে যায়। প্রতিদিন তাদের বন থেকে চিড়িয়াখানায় যাওয়ার মজার মজার গল্প নিয়ে কার্টুন সিরিজ ‘জিগি অ্যান্ড দ্য জুট্রাম’।

কার্টুন সিরিজ ‘জিগি অ্যান্ড দ্য জুট্রাম’
কার্টুনটির বাংলা কন্ঠাভিনয় নির্দেশনা দিয়েছেন শেউঁতি শাহগুফতা। ‘জিগি অ্যান্ড দ্য জুট্রাম’ প্রচারিত হবে ২৫ জানুয়ারি থেকে প্রতিদিন সকাল ৭টা ৩০ মিনিটে ও বিকাল ৩টায়।
ট্রি ফু টম
টম তার জাদুর বেল্টের সাহায্যে চলে যায় ট্রিটোপলিস নামক এক জাদুর দেশে। সেখানে টম ও তার বন্ধুদের দুঃসাহসিক সব অভিযান চলে। কোন বন্ধু বিপদে পড়লে টম উড়ে চলে যায়, উদ্ধার করে বাঁচিয়ে আনে। টমের সাথে থাকে তার বন্ধু টুইক্স। কল্পনা, জাদু আর দারুণ গল্পের সংমিশ্রণ ‘ট্রি ফু টম’ সিরিজের সব গল্প। কার্টুনটি শুরু হচ্ছে ৩০ জানুয়ারি, রবিবার থেকে বৃহস্পতিবার দুপুর ১২টা ৩০ মিনিট ও বিকাল ৩টায়।

কল্পনা, জাদু আর দারুণ গল্পের সংমিশ্রণ ‘ট্রি ফু টম’ সিরিজ
PINY ইন্সটিটিউট অফ নিউ ইয়র্ক
চৌদ্দ বছরের মিশেল একজন ডিজাইনার। খুব ছোট বেলা থেকেই ফ্যাশন ডিজাইনার হবার স্বপ্ন দেখে সে। একদিন শহরের নামকরা ফ্যাশন ইন্সটিটিউট PINY ইন্সটিটিউট অফ নিউ ইয়র্ক থেকে স্কলারশিপের প্রস্তাব পায় মিশেল। স্বপ্নকে বাস্তব করতে সে ভর্তি হয়ে যায় শহরের নামকরা ফ্যাশন ইন্সটিটিউটটিতে। কয়েকজন বন্ধুও পেয়ে যায় সেখানে। কিন্তু মিশেলের মেধা দেখে তার ক্লাসের কিছু দুষ্টু মেয়ে তাকে খুব বিরক্ত করে। মিশেলের সমস্ত ডিজাইন করা প্রজেক্ট যেন নষ্ট হয়ে যায় তার জন্য সারাক্ষণ দুষ্টু বুদ্ধি করতে থাকে তারা। মিশেল তার বুদ্ধি, মেধা এবং সাহস দিয়ে দুষ্টু মেয়েদের থেকে নিজেকে রক্ষা করে আর সবকিছু জয় করে নেয়।
মিশেল ও তার বন্ধুদের মজার মজার সব ঘটনা নিয়েই ‘PINY ইন্সটিটিউট অফ নিউ ইয়র্ক’। কার্টুন সিরিজটির কন্ঠাভিনয় নির্দেশনা দিয়েছেন সাজ্জাদ রাজীব। শুরু হচ্ছে ৩০ জানুয়ারি থেকে প্রতি শুক্র ও শনিবার সকাল ৯টায় ও বিকাল ৫টায়।
কোকোনাট দ্য লিটল ড্রাগন
সুন্দর একটি দ্বীপ। সেখানে থাকে ছোট্ট দুই ড্রাগন, কোকোনাট ও অস্কার। সাথে আছে তাদের সজারু বন্ধু মাটিল্ডা। তিন বন্ধু মিলে সারাদিন দুষ্টুমি আর নানান মজার কা- করে বেড়ায়। দ্বীপে যখন কোন সমস্যা দেখা দেয় তখনও তিন বন্ধু মিলে তা সমাধান করে। কোকোনাট ও তার বন্ধুদের প্রতিদিনের মজার সব অভিযানের গল্প নিয়ে দুরন্ত টিভির নতুন কার্টুন সিরিজ ‘কোকোনাট দ্য লিটল ড্রাগন’।
কার্টুনটির বাংলা কণ্ঠাভিনয় নির্দেশনা দিয়েছেন সাজ্জাদ রাজিব ও মো. শরিফ হাসান চৌধুরী সৌদ। প্রচারিত হবে ৩০ জানুয়ারি থেকে প্রতি শুক্র ও শনিবার দুপুর ১টা ৩০ মিনিটে ও সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে।
ল্যাসি – সিজন ২
বাবা-মায়ের সাথে ১০ বছরের জোয়ী একটা ন্যাশনাল পার্কে থাকে। একদিন জোয়ী পাহাড়ের ঢালে খুঁজে পায় এক কুকুরছানা, এবং তার নাম রাখে ল্যাসি। ছোট্ট কুকুরছানা ল্যাসি একদিন বড় হয়ে ওঠে। জোয়ী আর ল্যাসি তাদের অন্যান্য বন্ধু, হুডিনি, কুপার, পিকা ও বিফকে সাথে নিয়ে নানা চ্যালেঞ্জিং অভিযানে যায়। জোয়ীর সবচেয়ে ভালো বন্ধু হার্ভিও থাকে তাদের সাথে। ল্যাসির সাহসিকতায় তারা তাদের অভিযানগুলোর চ্যালেঞ্জ মোকাবেলা করে। সেইসাথে অর্জন করে নতুন নতুন অভিজ্ঞতা। আর তাদের বন্ধুত্ব হয় আরও শক্তিশালী।

কার্টুন ‘ল্যাসি-সিজন ২’
কার্টুনটির বাংলা কন্ঠাভিনয় নির্দেশনা দিয়েছেন মাহবুব আলম। ‘ল্যাসি-সিজন ২’ প্রচারিত হবে ৩০ জানুয়ারি থেকে প্রতি শুক্র ও শনিবার বিকাল ৩টায় ও রাত ৮টায়।
দি আর্ট রুম
ক্র্যাফটিং বিষয়ক অনুষ্ঠান ‘দি আর্ট রুম’ দেখা যাবে দুরন্ত টিভির ৩৪তম সিজনে। হাতের কাছে পাওয়া যায় এমন জিনিস দিয়ে নিমিষেই দারুণ কিছু তৈরি করার অভিনব কৌশল শেখায় লালন। তার সাথে থাকে বন্ধু বিপিন, যে কিনা আবার মজার মজার গান শোনায়। প্রচারিত হবে আগামী ২৫ জানুয়ারি থেকে প্রতিদিন সন্ধ্যা ৬টায়।
দুরন্ত সময় – সিজন ৩
জনপ্রিয় অনুষ্ঠান ‘দুরন্ত সময় – সিজন ৩’ আসছে ব্যায়াম শেখার নতুন চমক নিয়ে । ছোট-বড় সবার অংশগ্রহণে মজার একটি ব্যায়াম সেশনের মাধ্যমে অনুষ্ঠানটি শুরু হয়। ছড়া গানের তালে সহজ ও প্রাণবন্ত এইসব ব্যায়ামের সাথে ছোটদের উপযোগী যোগব্যায়ামও থাকে এতে। পাশাপাশি ব্যায়াম এর ফাঁকে দেখানো হয় ফিচার। যাতে থাকে ক্রাফট তৈরী, সহজ ছবি আঁকা, মুখোশ তৈরী ইত্যাদি। এছাড়াও একজন অতিথির কাছ থেকে মজার মজার সব গল্প শোনা যাবে অনুষ্ঠানটিতে। কখনোবা সেসব গল্পে অভিনয় করতে দেখা যাবে ছোটদের।

দুরন্ত সময় – সিজন ৩
অনুষ্ঠানটি পরিচালনা করেছেন পার্থ প্রতিম হালদার ও জামাল হোসেন আবির। ‘দুরন্ত সময় – সিজন ৩’ প্রচারিত হবে ২৫ জানুয়ারি, রবিবার থেকে বৃহস্পতিবার সকাল ৮টায় ও রাত ৯টায়।