Thursday 22 Jan 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘আমি একটা পরী!’

এন্টারটেইনমেন্ট ডেস্ক
২২ জানুয়ারি ২০২৬ ১৮:৩৫

টলিউড হোক বা ঢালিউড, বিনোদন জগতের তারকাদের নিয়ে আলোচনা-সমালোচনার শেষ নেই। বিশেষ করে বয়স বা লুক নিয়ে নেটিজেনদের একাংশের বাঁকা মন্তব্য যেন নিত্যদিনের সঙ্গী। তবে সেইসব নেতিবাচকতাকে তুড়ি মেরে উড়িয়ে দিয়ে আবারও নিজের আত্মবিশ্বাসী রূপ মেলে ধরলেন জনপ্রিয় চিত্রনায়িকা পরীমনি।

বৃহস্পতিবার সকালে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক দীর্ঘ স্ট্যাটাসে নেতিবাচক মানসিকতার মানুষদের একহাত নিয়েছেন তিনি। একইসঙ্গে ভক্তদের দিয়েছেন জীবনকে ইতিবাচকভাবে দেখার এক অনন্য মন্ত্র।

পরীমনি তার পোস্টে স্পষ্ট করেছেন যে, অন্যের দোষ ধরা বা বয়স-সৌন্দর্য নিয়ে পড়ে থাকা আসলে সময়ের অপচয়। তিনি লিখেছেন, ‘বুঝছেন। খুশি থাকেন। অন্যের সৌন্দর্য বা বয়স নিয়ে না ভেবে নিজের জীবনের বেঁচে থাকা সৌন্দর্যটুকু খুঁজে তা উপভোগ করতে শিখুন।’ তার মতে, যারা মনের ভেতর নেতিবাচকতা লালন করেন, তারা আসলে সুন্দরের স্বাদ নিতে ব্যর্থ হন। আর এই ব্যর্থদের জন্য তার মনে কোনো আক্ষেপ নেই।

বিজ্ঞাপন

পোস্টের শেষে পরীমনির আত্মবিশ্বাস ছিল দেখার মতো। নিজেকে ভালোবাসার এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করে তিনি লিখেছেন, ‘আমি আমার জীবনের সুন্দর আলোয় নিজেকে দেখতে জানি। আমি একটা পরী।’ তার এই মন্তব্যটি বুঝিয়ে দেয় যে, বাইরের পৃথিবীর কোনো কটু কথা তার নিজের প্রতি নিজের ধারণাকে টলাতে পারবে না।

পরীমনি বরাবরই ঠোঁটকাটা এবং স্পষ্টভাষী হিসেবে পরিচিত। ক্যারিয়ারের নানা চড়াই-উতরাই পেরিয়ে তিনি যেভাবে নিজেকে সামলে নিয়েছেন, তার প্রতিফলন পাওয়া গেল এই স্ট্যাটাসেও। বিনোদন জগতের অনেকেই মনে করছেন, এটি কেবল একটি স্ট্যাটাস নয়, বরং সেইসব ‘ট্রোলার’দের জন্য এক মোক্ষম জবাব যারা সারাক্ষণ তারকাদের ব্যক্তিগত জীবন আর বয়স নিয়ে মেতে থাকেন।

সারাবাংলা/এফএন/এএসজি
বিজ্ঞাপন

‘আমি একটা পরী!’
২২ জানুয়ারি ২০২৬ ১৮:৩৫

বিডা’র নতুন ডিজিটাল সেবা চালু
২২ জানুয়ারি ২০২৬ ১৮:৩৪

আরো

সম্পর্কিত খবর