Wednesday 27 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

দেখতে দেখতে এক বছর


১৯ জুলাই ২০১৮ ১৩:৫৭

আবদুর রাতিন

এন্টারটিইনমেন্ট করেসপন্ডেন্ট ।।

অভিনেতা আবদুর রাতিনের প্রথম মৃত্যুবার্ষিকী আজ (বৃহস্পতিবার, ১৯ জুলাই)। চলচ্চিত্র অভিনেতা হিসেবে বেশি পরিচিত থাকলেও তিনি মঞ্চ, বেতারেও কাজ করেছেন তিনি।

অভিনেতা আবদুর রাতিনের জন্ম ১৯৫২ সালে। বাবা চলচ্চিত্রের সূচনা লগ্নের অভিনেতা আবদুল মতিন আর মা আয়েশা খাতুন। স্বাধীনতার পর থেকেই মঞ্চ, বেতার, টেলিভিশন ও চলচ্চিত্রে অভিনয় করেছেন আবদুর রাতিন। তিনি বাংলাদেশের খ্যাতিমান সব পরিচালকের সঙ্গেই কাজ করেছেন।

রাতিন অভিনীত সিনেমার মধ্যে উল্লেখযোগ্য দেবদাস, বড় ভালো লোক ছিল, লাল সবুজের পালা, জিদ্দি, হারানো সুর, জবাব চাই, কেয়ামত থেকে কেয়ামত। সব মিলিয়ে প্রায় দুই শতাধিক সিনেমায় অভিনয় করেছেন তিনি।

আবদু রাতিন ২০১৭ সালের আজকের দিন পারি জমান না ফেরার দেশে। চিকন গুনিয়ায় আক্রান্ত হয়ে রাজধানীর ল্যাব এইডে হাসপাতালে মারা যান তিনি।

পরিবার সূত্রে জানা গেছে, অভিনেতা রাতিনের প্রথম মৃত্যুবার্ষিকীতে নারিন্দায় তার নিজ বাড়িতে সারাদিনব্যাপী কোরআন খতম, দরিদ্রদের মধ্যে খাবার বিতরণ এবং বাদ আসর মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে।

সারাবাংলা/পিএ/পিএম

আবদুর রাতিন