মিসির আলি প্রথম বার
২০ জুলাই ২০১৮ ১২:৪৭
এন্টারটেইনমেন্ট করেসপন্ডেন্ট ।।
প্রথমবারের মতো সিনেমা বানাচ্ছেন অনম বিশ্বাস। সিনেমার নাম ‘দেবী’। বাংলাদেশ সরকার আর জয়া আহসানের যৌথ অর্থায়নে নির্মিত এই ছবি নিয়ে দর্শকের আগ্রহ অনেক বেশি। কারণ এই চলচ্চিত্রটিকে মাধ্যম করেই প্রথমবারের মতো প্রেক্ষাগৃহে আসছেন হুমায়ূন আহমেদ সৃষ্ট অমর চরিত্র মিসির আলি।
এর আগে ‘দেবী’ সিনেমার একটি টিজার প্রকাশিত হয়েছিল। সেখানে রাখা হয়েছিল শুধু মাত্র রানু চরিত্রটিকেই। ফলে মিসির আলিকে দেখতে ক্রমেই বাড়ছিল দর্শক আগ্রহ। সেই আগ্রহের কথা বিবেচনা করেই বৃহস্পতিবার (১৯ জুলাই) প্রকাশ পেয়েছে দেবীর আরও একটি টিজার। যেখানে পুরোটা জুড়েই রয়েছেন মিসির আলি ও তার সত্যান্বেষী মনের কৌতুহলি কিছু প্রশ্ন।
https://www.facebook.com/jaazmultimediafilm/videos/1069930726490390/
‘দেবী’র পরিবেশক জাজ মাল্টিমিডিয়ার ফেসবুক পাতায় ও ইউটিউবে মিসির আলিকে দেখছে দর্শক। প্রথম ঝলকের ক্যাপশনে লেখা হয়েছে, ‘জীবনের খেলাগুলো জটিল অংকের মত। কখনো সমাধান হয়, কখনো সমাধান হয়েও হয় না।’
এদিকে বৃহস্পতিবার ছিল হুমায়ূন আহমেদের প্রয়াণ দিবস। নন্দিত এই লেখককে শ্রদ্ধা জানাতেই মিসির আলিকে প্রকাশ্যে এনেছে ‘দেবী’ পরিবার।
‘দেবী’তে মিসির আলি চরিত্রে অভিনয় করেছেন চঞ্চল চৌধুরী। রানু চরিত্রে রয়েছেন জয়া আহসান। এছাড়াও ছবিতে আরও অভিনয় করেছেন অনিমেষ আইচ, ইরেশ যাকের, শবনম ফারিয়া। সেপ্টেম্বরে মুক্তি পাবে ‘দেবী’।
সারাবাংলা/টিএস/পিএ