এন্টারটেইনমেন্ট ডেস্ক ।।
রজনীকান্ত দক্ষিণী চলচ্চিত্রের অভিনেতা বটে, কিন্তু তিনি ভারতীয় সিনেমার মহাতারকা। যে কোনো চরিত্রেই তিনি অপ্রতিরোধ্য। আর নওয়াজউদ্দিন সিদ্দিকী যেন বলিউডের সিরিয়াল কিলার অভিনেতা। অভিনয় দিয়ে যিনি দর্শকদের হৃদয় হনন করেন নিয়মিত। এবার এই দুই অভিনেতাকে একসঙ্গে দেখা যাবে বড় পর্দায়। এক সিনেমায় প্রথমবারের মতো অভিনয় করতে যাচ্ছেন তারা।
সিনেমার কেন্দ্রীয় নারী চরিত্রে অভিনয় করবেন সিমরান বাগ্গা এবং খল চরিত্রে দেখা যাবে জনপ্রিয় অভিনেতা বিজয় সেথুপাটি। অভিনয়শিল্পীদের তালিকা দেখে বোঝা যাচ্ছে, কোনো রোমান্টিক অ্যকশন ধাঁচের সিনেমা হবে না এটি। গল্পটি কেমন হবে, তা নিয়ে বিস্তারিত প্রকাশ করেনি কোনো সূত্র। ছবির প্রযোজনা প্রতিষ্ঠান সান পিকচার্স তাদের টুইটারে জানিয়েছে সিনেমার নাম ‘দেহরাদুন’, পরিচালনা করবেন কার্তিক সুবরাজ।
রজনীকান্ত অভিনীত কালা সিনেমা মুক্তির সময় থেকেই শুরু হয়েছে ‘দেহরাদুন’ সিনেমার শুটিং। আর প্রথম অংশেই শুটিং করেছেন রজনীকান্ত। তবে ছবিটি কবে নাগাদ মুক্তি দেয়া হবে তা এখনো চূড়ান্ত না।
সারাবাংলা/আরএসও/পিএ