Wednesday 15 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

রজনীকান্তকে সালমানের চ্যালেঞ্জ

এন্টারটেইনম্যান্ট ডেস্ক
২৪ নভেম্বর ২০২৪ ১৬:৩৪

এক ছবিতেই রজনীকান্ত ও সালমান খান। ভাবা যায়! আর এটা সম্ভব করতে চলেছেন বলিউড ইন্ডাস্ট্রিতে ইতিহাস গড়া ‘জওয়ান’ পরিচালক অ্যাটলি। জানা গেছে, ছবির প্রেক্ষাপটে পুনর্জন্মের গল্প। একে মেগা বাজেট সিনেমা। উপরন্তু সম্মুখ সমরে বলিউড এবং দক্ষিণের দুই মহাতারকা। অতঃপর এই ছবি যে উন্মাদনার পারদ চড়াবে, তা নিশ্চিত মনে করছেন অনেকেই।

রজনীকান্ত

রজনীকান্ত

সালমান-অ্যাটলি জুটির সিনেমায় সমান্তরালে রজনীকান্ত ব্যাতীত আরেকটি বড় নাম শোনা যাচ্ছে। তিনি কমল হাসান। ভাইজান ছাড়া যদিও ছবির কাস্টিং এখনও চূড়ান্ত করেননি পরিচালক। বলিউড মাধ্যম সূত্রে খবর, অ্যাকশন প্যাকড সিনেমার চিত্রনাট্যের কাজ চলছে। চিত্রনাট্যে অতীত এবং বর্তমান দুই সময়কাল ধরা হবে।

বিজ্ঞাপন
সালমান খান

সালমান খান

শোনা যাচ্ছে, অ্যাটলি চিত্রনাট্যটা এমনভাবে তৈরি করছেন, যেরকম পিরিয়ডিক গল্প আগে কোনওদিন সিনেমার পর্দায় দেখা যায়নি। কাল্পনিক জগতের আঁধারে ছবিতে থাকবে রুদ্ধশ্বাস সব দৃশ্য। সালমান খানকে দর্শকরা আগে কখনও এভাবে দেখেননি। অ্যাটলির ফ্রেমে যোদ্ধার অবতারে চমক দেবেন ভাইজান। বর্তমানে সালমান ব্যস্ত ‘সিকান্দার’-এর শুটে।

সারাবাংলা/এএসজি

‘জওয়ান’ পরিচালক কমল হাসান পরিচালক অ্যাটলি রজনীকান্ত সালমান খান

বিজ্ঞাপন

শুটিং খরচ কমালো এফডিসি
১৫ জানুয়ারি ২০২৫ ১৮:০২

১০০ পর্বে ‘সিটি লাইফ’
১৫ জানুয়ারি ২০২৫ ১৭:৩৮

আরো

সম্পর্কিত খবর