বৈশাখী’র যুগপূর্তি
২৬ ডিসেম্বর ২০১৭ ১১:৫১
এন্টারটেইনমেন্ট করেসপনডেন্ট
এক যুগে পা রাখতে যাচ্ছে বৈশাখী টেলিভিশন। বিশ্বব্যাপী বাংলা ভাষা-ভাষী দর্শকদের মাঝে দেশীয় সাংস্কৃতিক ঐতিহ্য তুলে ধরতে ঠিক একযুগ আগে ২৭ ডিসেম্বর যাত্রা শুরু করে জনপ্রিয় স্যাটেলাইট চ্যানেল বৈশাখী টেলিভিশন। ২৭ শে ডিসেম্বর টেলিভিশনটির যুগপূর্তিতে নানা বর্ণিল অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে নিজস্ব কার্যালয়ে। দিনব্যাপী শুভেচ্ছা গ্রহণের পাশাপাশি থাকবে সঙ্গীতায়োজন। বিশেষ এ আয়োজনে গান করবেন অণিমা রায়, ইউসুফ, আলিফ লায়লা, অপু, সাব্বির, দিঠি আনোয়ার, রিংকু, আশিক, বাদশা বুলবুল, অনুপমা মুক্তি, ডলি সায়ন্তনী ও জনপ্রিয় ফোকশিল্পী মমতাজ। এস আলী সোহেলের প্রযোজনায় পুরো সঙ্গীতায়োজন উপস্থাপনা করবেন তানিয়া হোসেন।
বৈশাখী টেলিভিশনের দীর্ঘ এই পথচলা প্রসঙ্গে প্রতিষ্ঠানটির উপ ব্যবস্থাপনা পরিচালক টিপু আলম বলেন, শুরু থেকেই বৈশাখী টেলিভিশন বস্তুনিষ্ট সংবাদ এবং দর্শকদের নির্মল বিনোদনের জন্য নিরলস চেষ্টা করে যাচ্ছে, আগামীতেও তা অব্যাহত থাকবে। অতীতের মতো আমাদের পথচলায় সবাই পাশে থাকবেন সেই প্রত্যাশাই করি।
সারাবাংলা/পিএম