Wednesday 27 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘থিয়েটার ডিরেক্টরস ইউনিটি’র আত্মপ্রকাশ


২৩ জুলাই ২০১৮ ১৪:১৫

থিয়েটার ডিরেক্টরস ইউনিটি

এন্টারটেইনমেন্ট করেসপন্ডেন্ট ।।

দেশীয় থিয়াটারের নির্দেশকদের নিয়ে তৈরি হলো নতুন সংগঠন। নাম ‘থিয়েটার ডিরেক্টরস ইউনিটি’। গত ২০ জুলাই সংগঠনটি আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করে।

বেইলী রোডের নীলিমা ইব্রাহিম মিলনায়তন (মহিলা সমিতি) মঞ্চে ৪২ জন নাট্য পরিচালকের উপস্থিতিতে এক আড্ডা ও মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়। সেখানেই সবার উপস্থিতিতে সংগঠনের নাম ঘোষণা করেন সংস্কৃতিজন নাসির উদ্দিন ইউসুফ বাচ্চু।

একইসঙ্গে তিনি নাট্য পরিচালক অনন্ত হিরাকে সমন্বয়কারী ঘোষণা করেন। একইসঙ্গে সাত সদস্যের একটি কমিটিও গঠন করা হয়। কমিটির অন্য সদস্যরা হলেন মলয় ভৌমিক, আহম্মেদ ইকবাল হায়দার, ফয়েজ জহির, ইশরাত নিশাত, আজাদ আবুল কালাম ও মোহাম্মদ বারী।

দেশের মঞ্চ নাটকের নির্দেশকদের সৃজনশীল বিকাশ, নিজেদের মধ্যে পারস্পরিক সৃজনশীলতার আদান-প্রদান ও সারাদেশের মঞ্চ নাটকের নির্দেশকদের অভিন্ন সমস্যা সমাধানের জন্য ঐকবদ্ধভাবে কাজ করার লক্ষ্যে এই নতুন সংগঠনটি কাজ করবে বলে জানান নাসির উদ্দিন ইউসুফ।

মত বিনিময় সভায় আয়োজকদের পক্ষে সূচনা বক্তব্য দেন নাট্য নির্দেশক অনন্ত হিরা। তিনি তার বক্তব্যে নাট্য নির্দেশকদের এই আড্ডা বা মত বিনিময় সভাটি আহ্বান করা এবং থিয়েটার ডিরেক্টরসদের একটি ইউনিটি গড়ে তোলার গুরুত্ব ও প্রয়োজনীয়তা তুলে ধরেন।

সারাবাংলা/পিএ/পিএম

থিয়েটার ডিরেক্টরস ইউনিটি