Sunday 08 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

শিল্পের শহর গড়ার প্রত্যয়ে পারফর্মিং আর্ট


২৪ জুলাই ২০১৮ ১৮:১৫

পারফরমেন্স আর্ট

এন্টারটেইনমেন্ট করেসপন্ডেন্ট ।।

সেপ্টেম্বরে শুরু হবে এশিয়ান আর্ট বিয়েনাল। এবার বসছে আয়োজনটির আঠারতম আসর। আসরটিকে ঘিরে এক বছরের জন্য ঢাকাকে শিল্পের শহর হিসেবে ঘোষণা দিয়েছে শিল্পকলা একাডেমি। ‌‘শিল্পের শহর ঢাকা’- কর্মসূচির আওতায় আগামী ২৬ জুলাই শুরু হচ্ছে তিনদিনের পারফরমেন্স আর্ট প্রদর্শনী। চলবে ২৮ জুলাই পর্যন্ত।

আগামী ২৬ জুলাই শুরু হতে যাওয়া এ পরফরমেন্স আর্ট কর্মসূচিতে অংশ নেবেন সুজন মাহবুব, আবু নামের রবি, অর্পিতা সিংহ লোপা, অসীম হালদার, ইমরান সোহেল, ফারাহ নাজ মুন, জুয়েল এ রব, জয় দেব, ফারহানা আক্তার, শুভ সাহা, সরকার নাসরিন টুনটুন, সঞ্জয় চক্রবর্তী, সুমনা আক্তার, ইয়াসমিন জাহান নূপুর, জাহিদ হাসান ও ইমন। পুরান ঢাকার রায়সাহেব বাজার মোড়, বাংলাবাজার, লালকুঠি, সদরঘাট, কমলাপুর রেলস্টেশন, ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস, সংসদ ভবনের মতো এলাকায় নিজেদের শিল্প প্রদর্শন করবেন শিল্পীরা। পুরো আয়োজনটির দায়িত্বে থাকবেন শিল্পী মাহবুবুর রহমান।

এ প্রসঙ্গে মঙ্গলবার আয়োজিত এক সংবাদ সম্মেলনে শিল্পকলা একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকী বলেন, ‘দূষণ, যানজটের শহর হিসেবে ঢাকার যে পরিচয় আছে, আমরা সেটি বদলে দিতে চাই। আমাদের সাংস্কৃতিক ঐতিহ্য আছে। পরফরমেন্স আর্টের মাধ্যমে আমরা সেটা তুলে ধরতে চাই। এই শহর সম্পর্কে সবাইকে সুন্দর একটা ধারণা দিতে চাই।’

এদিকে, আসছে সেপ্টেম্বরে এশিয়ান আর্ট বিয়েনালের মূল আসরে বাংলাদেশের ১৫ জন শিল্পী অংশগ্রহন করবে। এশিয়ার দেশগুলো থেকে অংশগ্রহণ করবে ১২জন শিল্পী। এছাড়া সর্বমোট ৬৭টি দেশের শিল্পীরা অংশ নিবেন এশিয়ান আর্ট বিয়েনালের আঠারোতম আসরে। উল্লেখ্য, শিল্পের শহর আয়োজনটিতেও অংশ নেয়া শিল্পীর সংখ্যা ১৫ জন।

সারাবাংলা/টিএস/পিএম


বিজ্ঞাপন
সর্বশেষ

৫০-এ ‘এমন যদি হতো’
৮ সেপ্টেম্বর ২০২৪ ১৮:৩০

আদালতে হিরো আলমের ওপর হামলা
৮ সেপ্টেম্বর ২০২৪ ১৮:২৯

সম্পর্কিত খবর