শুধুই জয়ন্ত চট্টোপাধ্যায়
২৭ জুলাই ২০১৮ ১২:৪৬
এন্টারটেইনমেন্ট করেসপন্ডেন্ট ।।
একাই থাকবেন জয়ন্ত চট্টোপাধ্যায়। মঞ্চের আলো শুধু পড়বে তার ওপরেই। না, কোনো অভিনয়ের জন্য নয়। একক আবৃত্তি করবেন তিনি। অভিনয়ের পাশাপাশি আবৃত্তিতেও দেশ সেরা জয়ন্ত।
মেঘলা পরিবেশে শনিবার (২৮ জুলাই) সন্ধ্য সাড়ে সাতটায় শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালার মূল থিয়েটার হলে দর্শক-শ্রোতারা শুনে আসতে পারেন জয়ন্ত চট্টোপাধ্যায়ের একক আবৃত্তি। অনুষ্ঠানের শিরোনাম ‘অরূপ তোমার বাণী’।
অনুষ্ঠানের আয়োজক আবৃত্তি সংগঠন ‘হরবোলা’। সংগঠনটির দু’দশক পূর্তিতে ‘হরবোলার এককুড়ি’ শিরোনামে বছরব্যাপী যে অনুষ্ঠানমালার আয়োজন করা হয়েছে। এটি সেই অনুষ্ঠানেরই একটা অংশ।
প্রায় দুই দশক পর দেশে অনুষ্ঠিত হচ্ছে এই গুণী শিল্পীর একক আবৃত্তি অনুষ্ঠান। আবৃত্তি উপভোগ করতে শ্রোতা-দর্শকদের সংগ্রহ করতে হবে টিকিট।
সারাবাংলা/পিএ