Sunday 20 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

খুলনার বিখ্যাত লোকগাঁথা ‘পাইচো চোরের কিচ্ছা’র প্রদর্শনী আজ

সারাবাংলা ডেস্ক
১৬ জুন ২০২৫ ০৮:৪৫ | আপডেট: ১৬ জুন ২০২৫ ১৮:৪৭

খুলনা অঞ্চলের বিখ্যাত লোকগাঁথা নিয়ে নির্মিত ঢাকা পদাতিকের ৩৫তম প্রযোজনা ‘পাইচো চোরের কিচ্ছা’ মঞ্চস্থ হবে আজ ১৬ জুন (সোমবার) সন্ধ্যা ৭টায় শিল্পকলা একাডেমির এক্সপেরিমেন্টাল থিয়েটার হলে।

দীর্ঘ বিরতির পর আবার মঞ্চে আসছে বাংলার আদি নাট্যকলার নানা আঙ্গিক আর নানান রুপ নিয়ে নির্মিত শেকড়ের নাটক ঢাকা পদাতিকের ‘পাইচো চোরের কিচ্ছা’।

নাটকের নাট্যরূপ ও নির্দেশনা দিয়েছেন কাজী চপল।

নাটকের কাহিনী মূল চরিত্র পাইচো চোরকে নিয়ে, যিনি তার বুদ্ধিমত্তা দিয়ে সকল প্রতিরোধ জয় করে চুরি করেন এক রাজকন্যাকে। একজন কথকের সমগ্র কাহিনী বর্ণনা আর পাইচোর নানা কার্যক্রমের মাধ্যমে নিজের গল্প বলে যাওয়ার ভেতর দিয়ে এগিয়ে চলে নাটকের কাহিনী।

বিজ্ঞাপন

নাটকটিতে অভিনয় করেছেন- কাজী শিলা, শ্যামল হাসান, সালাউদ্দিন রাহাত, কিরণ জাকারিয়া, কাজী সম্রাট, আলামিন স্বপন, সুমন ঘোষ, জয়া, সজল, সিরাজুম মনিরা ইকরা, মীর ফারজানা আক্তার নীপা,বর্ণালী আহমেদ সেতু, চন্দ্রিমা মল্লিক তন্দ্রা, কবির বাউল, শংকর কুমার মন্ডলসহ আরও অনেক গুণী শিল্পী।

সারাবাংলা/এসডব্লিউ

শিল্পকলা একাডেমি

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর